www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসার ঘাসফড়িং

সামনে শুধুই বিরাণ ভূমি
চোখের সীমানা যতটুকু বহে যায় দূর নীলিমায়,
খুঁজেছি যে মাটি দু,ফসলা বিল
বাতাসে উড়ায় রাখাল ভিজে জামাখানি
ঘুড়ির লেজের টানে বাতাসের ঘানি
আমাকে দিবে নাকি ভালোবাসার পানি;
আমি তো বাকহীন, মোর অন্তর্যামী।

চৈত্রের খড়তাপে লাঙ্গলের ফলা চিরে
বীজ বুনে, গা থেকে ঝরে পরে জল;
উঠোনে উঠবে চৈতালী, চোখ তাই টলমল,
আনন্দের বন্যায় ভাসে গরীবমহল,
হঠাৎ
জোছনার আলো ভেঙ্গে, অমাবস্যার ভাটার টানে
আছড়ে পড়ে চারণ ভূমি
ঝড়ে পড়ে আশাগুলো
ঝরাপাতার আবর্জনায়।

সামনে শুধুই বিরান ভূমি
কোথায় তুমি, কোথায় আমি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর সুবীর ভাই।
  • আরজু নাসরিন পনি ২১/১০/২০১৩
    ইট, কাঠ, পাথর, সুরকির খাঁচায় বন্দি থেকে আপনার কবিতা যেনো মুক্তি পেলো প্রকৃতির সতেজতায়...
    কিছুটা লালনের মতো আকুতি...
    মিলন হবে কতো দিনে আমার মনের মানুষের সনে

    কবিতায় অন্তর্যামীর খোঁজ...আমি কি ঠিক ধরতে পেরেছি ...না হলে বলে দেবেন অনুগ্রহ করে ।
    শুভকামনা রইল ।।
  • অপূর্ব শব্দ গাঁথুনির একটি চমৎকার কবিতা।সাবলীল ভাষার সুনিপুণ উপস্থাপন।সরল গ্রাম্য চিত্র।যা হৃদয়কে নিংড়ে দেয়।খুবই ভালো লাগলো।শুভেচ্ছা সেই সাথে ভালবাসা অনিমেষ।
  • אולי כולנו טועים ২১/১০/২০১৩
    অপূর্ব কবি - মনোমুগ্ধকর !!
 
Quantcast