www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলা মাঝে জন্ম আমার

রবির দেশে জন্ম আমার, কাজীর দেশে বাস,
রবি-কাজী বাংলা ভাষার অমর ইতিহাস।
বাংলা মায়ের বুকে আঁকা , কাব্য উপন্যাসে,
সুনীল-শামসুর-নির্মলেন্দুর অমর কথা ভাসে।
বাংলা গানের মর্মকথা অন্তরাত্মা মাঝে,
মান্না-ভূপেন-হেমন্তের গান নিত্য কানে বাজে।
আমার গাঁয়ের গঙ্গা-পদ্মায় স্রোতধারার বুকে
কৃষক-মাঝি-আউল বাউল চলছে মনের সুখে।
সোনামাখা সোনা রোদে শিশু-কিশোর দলে
স্বরলিপির পুস্তক লয়ে বিদ্যালয়ে চলে।
সকাল-সন্ধ্যা আযান শুনি, উলুধ্বনি রোজ
এমন ধ্বনি পাবে কোথা যতই খোঁজা-খোঁজ।
আমার গাঁয়ে হাজার তারা, আমাবশ্যার রাতে
যাবে বন্ধু, যাবে তুমি দেখতে আমার সাথে?
জোছনা রাতে উঠান মাঝে দাদির গল্প শোনা
হাতের স্পর্শে ঘুম এসে যায়, নানান স্বপ্ন বোনা।
শীতের সকাল পিঠা-পায়েস, মায়ের হাতে যাদু
আড়ি পেতে দেখবে তোমায় সরল সহজ বধু।
বর্ষাকালে বৃষ্টি ঝড়ে, টিনের চালের পরে
গুণগুণিয়ে গানের তালে আলো আছড়ে পড়ে।
বাড়ীর পাশে রেলের ধারে কিসের আওয়াজ শুনি?
ঝন ঝনাঝন ট্রেন ছুটে যায়,আমরা শুধু গুনি।
বিকেল বেলা মাঠে আসে ছেলে-বুড়ো দলে
নানা প্রকার খেলা-ধূলা, সন্ধ্যাবদি চলে।
সবুজ শীতল শ্যামল ছায়া আমার জন্মভূমি
ধন্য আমি বাংলা পেয়ে বারে চরণ চুমি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ২০/১০/২০১৩
    pollikobir choya pelam jeno ...osadharon !
  • আহমাদ সাজিদ ২০/১০/২০১৩
    চমত্কার। অভিভূত হয়ে গেলাম । ধন্যবাদ
  • আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
    নস্টালজিক কবিতা ।
    পড়ার শুরুতে শায়ান এর গানের কথা মনে পড়ছিল ।
    এর পর ছোটবেলায় পড়া ...তুমি যাবে ভাই, যাবে মোর সাথে ...আমাদের ছোট গাঁয়...

    খুব সুন্দর দেশের কবিতা ।।
  • suman ২০/১০/২০১৩
    বর্ণিল ...অনবদ্য ...
  • অদ্ভুত, অনন্য, অসাধারণ, যত বিশেষণ আছে সব এই কবিতার জন্য। খুব ভালো লেগেছে
  • সহিদুল হক ২০/১০/২০১৩
    বাংলা মায়ের প্রতি অকুণ্ঠ ভালবাসা প্রকাশ পেয়েছে সুন্দরভাবে,-দারূণ !
  • কি বলব আর অসাধারণ একটি কবিতা পড়লাম! কি চমৎকারই না আপনার উপস্থাপন! কত সুনিপুণ ভাবে আপনি কবি সাহিত্যিক জ্ঞানী গুণী মানুষের গুণকীর্তণ করেছেন কবিতা য়।সত্যিই আমি অভিভূত।অসম্ভব রকম ভালো লাগলো আপনার এই কবিতা পড়ে।ধন্যবাদ কবিতা র জন্য।শুভকামনা আপনার জন্য।
 
Quantcast