www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেই মেয়েটির কথা

যে মেয়েটি ধর্ষিতা হয়
বাসে-ট্রেনে কিংবা
বাড়ির কোন এক নির্জন স্থানে।
এমন কয়টি অপ্রত্যাশিত খবর
আমাদের হৃদয় গহীনে নাড়া দেয়?

যে মেয়েটি ধর্ষিতা হয়ে নিমিষেই হারিয়ে গেলো
হারিয়ে গেলো মন থেকে!
কি করেছি সেই বোনটির জন্য?
বড় জোড় আঃ উঃ কিংবা বড় ভালো ছিলো
এই মেয়েটি, এই জাতীয় শব্দ ছাড়া
আর কি করতে পেরেছি?

আমার যারা নিজেদের প্রগতশীল বা সুশীল সমাজ মনে করি,
দু-একটি সংবাদ সম্মেলন বা বত্তৃতা-বিবৃতি দিয়ে
আরামে ইজি চেয়ারে হেলান দিয়ে,
টিভি বা খবরের পাতা উল্টাই
নিজের ছবি-বত্তৃতা-বিবৃতি খুঁজি !

সেই মেয়েটি পড়ে থাকে অন্ধকারে
পুলিশের অশ্লীল প্রশ্ন তাকে বার বার
ধর্ষিত করে, অগোচরে আত্মহত্যার পথ খুজে ফেরে
ফেরারি মন!
মেডিকেল রিপোর্টের নামে পুরুষ ডাক্তারের বাড়াবাড়ি
কোন মা-বাবা-ই মেনে নেবে?
অসহায় মেয়েটি লজ্জ্বা-অপমানে
ফিরে যায় আপন ঠিকানায়।
রেখে যায় দায়বদ্ধ করে আমাদের!
আমরাও প্রতিক্ষা করি
আরও একটি ধর্ষিতা বোনের জন্য!!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রবাসী পাঠক ২০/১০/২০১৩
    কমেন্ট কি লিখব বুঝতে পারছি না , আসলেই কি করি আমরা , কিছু সমবেদনা , ব্লগ কিংবা ফেসবুকে লিখি তারপর দিব্যি ভুলে যাই সেই ধর্ষিতা বোনটির কথা।
    ধর্ষক বাইরের জগতের কোন এলিয়েন না , তারা আমাদের সমাজেরই একজন। কারো ভাই, কারো সন্তান, কারো পিতা। ধর্ষণের সময় একবারও কি তাদের মনে পরেনা তার মা , বোন কিংবা কন্যা সন্তানের কথা। ধিক্কার তোমাদের তোমরা মানুষ নও অমানুষ............
  • কোন মন্তব্যই এই কবিতার জন্য যথেষ্ট নয়।
  • আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
    পড়তে পড়তে শেষ পর্যন্ত দীর্ঘশ্বাস চেপে রাখতে পারলাম না ।
    খুব কঠিন এবং বাজে রকমের সত্যিটাকে প্রকাশ করেছেন কবিতার ভাষায় ...
    জানিনা এভাবে আর কতদিন ...!
    শুভকামনা রইল কবির জন্যে ।।
  • রোদের ছায়া ২০/১০/২০১৩
    কি নির্মম সত্যি কথা বললেন দাদা । কেন যে সমাজ এমন অসহায় করে দিল আমাদের ?
    বক্তৃতা বানানটি মনে হয় এমন হবে ।
  • אולי כולנו טועים ১৯/১০/২০১৩
    কবি থেমনা। ......আরো লিখে যাও। ...
    নারীদের কথা, দুখের গাথা লিখে যাও। ..
    তোমার কলমটি লিখে দারুন !!
  • দেবার্পণ ঘোষ ১৯/১০/২০১৩
    নির্মম বাস্তব ...
  • ঘৃণ্য সত্য...
    অনবদ্য...
 
Quantcast