www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাদা মনের মানুষ চাই

যাকে পাবার জন্য-
আমি সুদীর্ঘ পথে অবিচল আস্থা নিয়ে চলেছি;
যাকে পাবার জন্য আমি
আদি থেকে অন্ত, এব্ং অবাস্তবতাকে ফেলে
সত্য কুঠিরে আবাস রচেছি,
আমি দিনকে করেছি রাত আর
আমাবশ্যার বুকে এঁকে দিয়েছি পূর্নিমার ভরাট চাঁদ ।

যার জন্যে আকাশের মেঘগুলো এলোমেলো
এক ফোটা জলের আশায় আনাহারী মানুষ;
চৈত্রের খরতাপে পোড়া দোয়েল-শালিক
আমার অনন্ত যৌবন, মাধবীর ভালোবাসা,
টগ বগে তরুণ, নিশি মানবী ও কবি।

যার আগমনে পাখিরা গাইবে গান
উতলা হবে কবি, স্বপ্ন হবে ছবি,
ভালোবাসার বুকে আশার প্রদীপ জ্বালাবে
অভুক্ত মানুষ। আশায় বসে থাকা
আসরের দেবী।

আমি সেই সাদা মনের মানুষের প্রতিক্ষার
প্রহর গুনি প্রতিদিন।
আমি একজন সাদা মনের মানুষ চাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দেবাশিস সেন ২০/১০/২০১৩
    সাদা মনে সাদা চাওয়া... স্বপ্ন দেখতে আর বাধা কোথায়।। সুন্দর কবিতা
  • তিথি ২০/১০/২০১৩
    আমিও একজন সাদা মনের মানুস চাই। এই কবিতার মত।
  • কতটুকু সুন্দর হতে পারে একজন সুশীল কবির আকাংখা।সেটা এই কবিতা থেকে সহজেই বুঝা যায়।সত্যিই চমৎকার আপনার ভাবনা।সেই সাথে এই পদ্য রচনা।আশা করি অবশ্যই একটি সময় আপনার আকাঙ্ক্ষা পূরণ হবে।আপনি সন্ধান পাবেন আপনার প্রিয় এক জন সাদা মনের মানুষ।সেই প্রত্যাশা সবসময়।শুভেচ্ছা রইল আপনার জন্য।
  • সহিদুল হক ১৯/১০/২০১৩
    অনবদ্য কবিতা!
  • אולי כולנו טועים ১৯/১০/২০১৩
    ভীষণ ভীষণ ভীষণ রকম ভালো লাগলো কবি ;
    অপরূপ কাব্য ll
 
Quantcast