www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পুষ্পকাননের তিন বছর পূর্তি

পুষ্পকানন'র তিন বছর পূর্তি
সোহেল রানা আশিক


দেখতে দেখতে ২০১৯ সালে ১২ফেব্রুয়ারি পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরামের তিন বছর পূর্ণ হলো।২০১৬সালের ১২ফেব্রুয়ারি থেকে পুষ্পকাননের পথচলা শুরু এবং সু-সংস্কৃতিক অঙ্গনে সূচনা। শুধুমাত্র ইসলামী সংস্কৃতি তথা সু-সংস্কৃতি বিকাশে পুষ্পকানন প্রতিষ্ঠিত।
অতি সামান্য এই সময়ে শ্রতামলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সংগঠনটি। এই অল্প সময়ে অসংখ্য জনপ্রিয় অডিও এবং ভিডিও ইসলামী সংগীত উপহার দিয়েছে পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরাম।
জনপ্রিয় গানগুলোঃ-
এন্তেজার, মাগো তোমার একটি ছেলে মাদরাসাতে দিও,কোরানের এক হরফে দশ নেকি, জলদি সময়,কষ্টে হৃদয় ভেঙ্গে যায়,শূন্য হৃদয়,ইয়া রব,একদিনের বাঙালী সেজে লাভ
কি-সহ অনেক গান।

পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরামের
কেন্দ্রীয় কার্যালয় গাজীপুর। জামালপুর, গোপালগঞ্জ এবং শেরপুর রয়েছে এর শাখা।

অত্যন্ত সু-সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ক্বারী মোঃআবু রাজিন খান প্রতিষ্ঠিত করেন "পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরাম "
তার পরম ভালবাসা এবং তার দিকনির্দেশনায় দুর্বার গতিতে সমুখপানে এগিয়ে যাচ্ছে
"পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরাম "

আসাদ বিন নূর মুহাম্মদ যিনি পুষ্পকাননের প্রিয় মানুষ এবং চলার সাথী। তিনি সু-পরামর্শ এবং অনেক মুল্যবান লেখাগান ও সুর দিয়ে "পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরামকে" সংস্কৃতিক অঙ্গনে অধিক পরিচিতি লাভ করিয়েছেন। পুষ্পকাননের থিমসংটিও তার লেখা।
পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরামে রয়েছে একঝাঁক সুর সৈনিক এবং একদল তরুণ মননশীল গীতিকার ও সুরকার।

পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরামের
কেন্দ্রীয় শিল্পীঃ
১।আব্দুল্লাহ আল মামুন
২।আব্দুল্লাহ্ আল গালিব
৩।আবু নাঈম
৪।আনোয়ার হোসাইন
৫।আবু বক্কর সিদ্দিক
৬।আমিন মুসাব্বির
৭।আবু মুসা

কিশোর শিল্পীঃ
৮।খালিদ বিন ওয়ালিদ
৯।গোলাম কিবরিয়া
১০।হাবিবুল্লাহ হুমাইদি
১১।শামীম আরাফাত
শিশু শিল্পীঃ
১২।রাশেদ রায়হান
১৩।মাহদি হাসান বুলবুল
১৪।নোমান বিন সাঈদ

উপস্থাপকঃ
ইমরান হোসাইন

গীতিকারঃ
১।আসাদ বিন নূরমুহাম্মদ
২।ইমরান হোসাইন
৩।সোহেল রানা আশিক
৪।আবু তাহের মুহাম্মদ
৫।শরীফ আহমেদ
৬।আব্দুল্লাহ্ আল খায়ের
৭।জোবায়ের হোসেন

সুরকারঃ
১।আসাদ বিন নূরমুহাম্মদ
২।ইমরান হোসাইন
৩।আব্দুল্লাহ্ আল মামুন
৪।খালিদ বিন ওয়ালিদ
৫। হাবিবুল্লাহ হুমাইদি
৬। শামিম আরাফাত

প্রকাশিত এ্যালবাম- ৮ টি
১। পুষ্পকানন
২। আন-নূর
৩। মিনতি
৪। ভালবাসার পরশ
৫। মুক্তির নববার্তা
৬। ফরিয়াদ
৭। মিছে ভাবনা
৮। ঈমান বাঁচাও

সারা বছরব্যাপী পষ্পকানন'র শিল্পীরা ব্যস্তথাকে বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাহফিলে নাশীদ পরিবেশনায়।
পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিটি গজল পাওয়া যাবে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে।চ্যানেলের নামঃPUSHPOKANON

কুসংস্কারে আচ্ছন্ন সমাজ-ব্যক্তির ভুলত্রুটি সংশোধনের উদ্দেশ্যে এবং সত্যকে প্রকাশ ও মিথ্যার অবসান ঘটাতে পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরাম'র পথচলা।

গানে গানে সুরে সুরে
পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরাম সত্যকে জাগাবে ভুবন রাঙাবে,দূর করবে সমাজ থেকে অপসংস্কৃতির নিকষকালো আঁধার।

আপনাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক দোয়াই আমাদের পাথেয় ।

দোয়া কামনায়
ক্বারী মোঃ আবু রাজীন খান
প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক
পুষ্পকানন ইসলামী সাংস্কৃতিক ফোরাম।
যোগাযোগ:
০১৯২২৮০২১৭৭
০১৭১২৮১৬০০৯
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৭৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সেলিম রেজা সাগর ২৭/০২/২০১৯
    অসাধারণ
  • এন এম ইকবাল সাঈম ২৩/০২/২০১৯
    কু-ভাবনার কিছু লোক গানের নামে অশ্লীল কতিপয় চিন্তা ধারা প্রচার করছে।আপনারা ইসলামি ধারার সংগীতের মাধ্যমে অনেকাংশে হ্রাস করেছেন।আরও করা সম্ভব।
  • দারুণ
  • হৃদয়ে বাংলাদেশ।
 
Quantcast