www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনির্বাণ প্রেম

<3শিমুল শুভ্র

আসিতেছে শীত গাহিবো গীত
খড়ের স্তুপে তোমারি আঁচল পাতিয়া,
মশালের  আলোয়  দেখিবো তোমায়
   ঠকঠকে কাঁপুনি অধর ধরিয়া।

  ধরিবো হাতখানি রূপে রুক্মিণী
এলোমেলো খোলা চুলে শুঁকিবো ঘ্রাণ,
হালকা বসনে কোমল শরীরের গড়নে
  আমি খুঁজিয়া লইবো মন-প্রাণ।

  প্রাণে অরুণ জাগে প্রেম পরাগে
শীতের কুয়াশায় ভেজা-ভেজা বসনে,
আমি চুষিবো জল,সোনার পায়ে মল
 মনে ফোটাইব ফুল বক্ষ আসনে।

  আসন পাতিবো তোমারি কোলে
মুখখানি  ঢাকিবো তোমারি নাভি দ্বারে,
খুঁজিয়া লইবো কাঁটা গোলাপের সুবাস
  দারুণ শীতেলা রাতে অভিসারে।

  অভিসারে ঢেউ জানিবে না কেউ,
লক্ষ ঝিঝি পোকা উড়িয়া দিবে পাহারা,
হাসি উচ্ছ্বাসে কাটাইয়া দিব কুসুমকলি
    রঙ্গে বিভল সঙ্গ সঙ্গিন সাহারা।

   সাহারা দিবে তোমারি অম্বরখানি
হাসিয়া হাসিয়া লাল ঠোঁটের গাঢ় বাহারে,
শীতেলা অনলে  দগ্ধ  করিবো প্রেমানলে
  আমারি বুকে গদগদ প্রেম তাহারে।
 

রচনাকাল
০৬।০৮।২০১৪
ইউ এ ই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোহাম্মদ তারেক ১৩/১০/২০১৪
    মুগ্ধতা মাখা লেখা....ভাল লাগল। খড়ের স্তুপ আর মশাল, অতএব সাবধান কবি...অনর্থ ঘটতে পারে...
  • অনিরুদ্ধ বুলবুল ১৩/১০/২০১৪
    রোমান্টিক, ভারি রোমান্টিক কবিতা।
    কিছু বানানের বিষয়ে আমি দ্বিধান্বিত, আবার একুট দেখে নিন।

    শুভ কামনা রইল।
    • শিমুল শুভ্র ১৩/১০/২০১৪
      দেখিয়ে দিলে অনেক ভালো লাগবে । ভুল পুষে কি লাভ বলুন ? ধন্যবাদ ।
      • অনিরুদ্ধ বুলবুল ১৪/১০/২০১৪
        মুশকিল হল কি জানেন - আমি নিজেও গবেট; জানি না কোনটা শুদ্ধ আর কোনটা ভুল। তাই বলেছিলাম; নিজেও আমি দ্বিধান্বিত!

        আসল কথা হল; আর সব সাইটের মত এখানে লেখকের কথা কপি করে কোট করা যায় না। একটা একটা করে খুঁজে বানান করে লিখতে হয়, এটা বেশ ঝামেলার । এগুলোকে ভুল বলিছি না শুধু শেয়ার করছি।

        বানান -
        বিভল কি 'বিহ্বল' হবে?
        ঝিঝি পোকা কি 'ঝিঁঝি'?
        সঙ্গিন কি সঙ্গীণ (কঠিন অর্থে)?

        ভাব -
        চুষিয়া/শুষিয়া
        নাভি দ্বার/নাভি মূল
        রুক্মিণী কি কৃঞ্চের স্ত্রী? (ঞ+ষ কিভাবে দিতে হয় জানি না)
        রুক্মিণী/রুক্ষিণী দু'ভাবেই হয়
        সঙ্গ কি সঙ হবে কি না

        বার বার পড়লাম তো, ছন্দ আনতে পারছি না। ভাব অনুযায়ী বাক্য বিন্যাসে কেমন জানি অপক্কতায় তাল কেটে কেটে যাচ্ছে। ক্ষমা করবেন, এটা আমার সীমাবদ্ধতাও হতে পারে।
        ধন্যবাদ কবি।
        • শিমুল শুভ্র ১৪/১০/২০১৪
          বিভল বিহ্বল -দুটি ই একই শব্দ
          ঝিঁঝি নিয়ে আমি ও শঙ্কিত অনেক যায়গায় অনেক ভাবে দেখি -বাংলা অভিধানে দেখলাম ঝি ঝি লেখা আছে -
          সঙ্গিন টা সঙ্গীন হবে ঠিক করে নিবো ।
          চুষিয়া/ শুষিয়া দুটি ঠিক বানান । নাভি দ্বার বলতে নাভির একদম অভিমুখ টা বু্জিয়েছি নাভি মুল তো ভিতরের পুরো নাভির শিখর কে বোজায় । সঙ্গ এবং সঙ দুটিই ঠিক আপনার মন্তব্যের পর অভিধান দেখলাম । অনেক ভালোবাসা রইলো কবিববন্ধু , অতীব মনোযোগ দিয়ে আমার কবিতাটির জন্য কিছু টা সময় ব্যায় করার জন্য । অনেক ভালোবাসা রইলো , ভালো থাকুন।
          • অনিরুদ্ধ বুলবুল ১৭/১০/২০১৪
            বলতে পারেন - শিক্ষানবিশ।
            ভাল যারা লিখেন তাঁদের লেখাগুলো একটু মনযোগ দিয়েই পড়ি; শেখার অনেক কিছুই থাকে, যদি কিছু শিখতে পারি।
            • শিমুল শুভ্র ১৭/১০/২০১৪
              আপনি অনেক ভালো লিখেন -তা আমি হলপ করে বলতে পারি , আপনার জ্ঞানের পরিসীমা বিশাল । আপনার যূক্তিকতা আমাকে টানে , ভালো থাকুন ।
  • রাসেল মিয়া ১৩/১০/২০১৪
    কবি ভাই খুব সুন্দর
  • পার্থ সাহা ১৩/১০/২০১৪
    valo,likte thakun
 
Quantcast