www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার আহ্বানে

<3শিমুল শুভ্র
অঙ্কুরিত বন্ধু তোমার আহ্বানে আমি হাত বাড়িয়েছি
আলতো করে ধরো,আরেকটু কাছে ঘেঁসে,
সম্বর্ধনা জানাবো মনের সীমান্তে ভালোবেসে
দৃঢ়চিত্তে দৃপ্ত শাখা মেলে উজাড় করে ।
উত্তপ্ত স্পর্শে প্রকম্পিত বাহুডোরে উদ্ভাসিত
হৃৎস্পন্দনে তীব্র সংহার নিভাবো প্রদূম্রজ্বালা,
নিরঙ্কুশ মন অনশ্বর মানবসত্তায় ভাসাবো দু'জনে।
অস্ফুট আবছা আলোয় মোমের দীপে তোমার রূপ
দেখবো অবিরত,প্রস্ফুটিত গোলাপের আলোতে,
লাঞ্চিত বসন পড়ে থাকবে নরম বিছানার শিয়রে,
আর আমি চাষ করবো,এক রাশ ফুলেল অঙ্কুর ।
বসন্তদূত আসে ফাগুনে,ক্ষতবিক্ষত করে মনের আগুনে
আর সেই অনলে দগ্ধ সঞ্চিত স্বপ্নেরা অস্থির হাওয়া অরণ্যপর্বতে,
দুর্জয় দুর্বার গতিতে মনাকাশে উজ্জ্বল রোদ্দুরে।


রচনা
২১।০৩।২০১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast