www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমাজ সাজাও ( দ্বিতীয় এবং শেষ পর্ব )

- <3শিমুল শুভ্র

কয়লার বুকে কলঙ্ক লেপা,কালো কালিতে,তবু স্বর্ণ করে আঁশ,
অজ্ঞান তারা তাই দিশেহারা, ভালোবেসে করাও তাদের বাস।
ন্যায়ের অমরার অমৃত-সাধনা জাগাও, তাদের জীর্ণ শীর্ণ মনে,
পুস্প বরিষণ করো, শিশির সজল প্রাণে,কল্যাণ যেন বয়ে আনে।
বেদনার দাহে,পুষ্পঞ্জলি করো,পুষ্প-প্রগল্‌ভায়,সুরেলা বাঁশির সুরে
প্রজাপতির চঞ্চল পাখায়,আশার বাণী লিখো,নষ্ট মন যেন পুড়ে ।
অদৃশ্য তাদের স্বপ্নের সমাচ্ছন্ন ,ঘুর্ণিত মনে,অনউর্বর জ্ঞনের মাটি,
উচ্চৈঃশ্রবাদে উন্মোচিত করো,স্বপ্নের সন্ধান,জীবন হবে পরিপাটি ।
প্রশ্ন জাগাও তাদের নিরুত্তর প্রাণে,ন্যায়-অন্যায়ের ভালো দিক,
স্বপ্নহীন জীবন, অবরুদ্ধ মন, প্রচ্ছদপটে, পলিমাটি বসা চৌদিক ।
স্বপ্ন সবুজের নিবিড়তায়, ঐতিহ্য মুক্তির পথে ন্যায়ের শক্ত ঘাটি,
বসন্ত আসুক আজ আন্দোলিত প্রাণের শাখায়, খাঁটি ভুবন মাটি।

রচনাকাল
০৯।০৪।২০১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেকদিন পর তোমার লেখা পেলাম। আজই ফিরে পেলে তাহলে আবার। যাক ওয়েলকাম ব্যাক। ভাল থাক। সুন্দর ভাবনায় লেখনী।
    • শিমুল শুভ্র ১৯/০৮/২০১৪
      আমি বেশ ব্যস্ত থাকায় তারণ্যে আসতে পারিনি বলে দুঃখিত । কেমন আছো ? ভালোবাসা রইলো । ভালো থেকো ।
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ১৯/০৮/২০১৪
    sediner opekkhai.....
 
Quantcast