www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুরাগের রাগিনী

- শিমুল শুভ্র

আমি ঘর ছাড়া আমি তীর হারা,লঙ্কাকান্ড মন দরবার,
আমি ছিন্ন ছাড়া,আমি দু'কূল হারা,নির্বাসনে প্রাণ যার।
ভাঁটাই টানে,মনে কষ্টের বানে, ক্রন্দন স্রোত নিরবধি,
বাতির ক্ষণে,সন্ধ্যা লগণে,অস্তাচলে তীরে খলখল নদী।
আঁখির কোণে স্বপ্ন বুনে,কেঁদে যাচ্ছে অর্গল ধ্রুব তারা,
তুমি-ই আছো মনে, সারা ক্ষণে,এক বার দাও সাড়া।
ঘাটের কিনারায়,বসি অসহায়,দাবানলে জ্বলে শুধু বুক,
মনের সীমানায়,আছো নিরালায়,তোমার ছোঁয়ার সুখ ।
হৃদয় স্পন্দন কষ্টের কেতন,তুমি হীনা শূন্য নিকেতনে,
মন হয় না স্থাপন,রাত্রি যাপন,একা একা প্রেম,সমীরণে।
মোম দীপ জ্বালি,শিহরে খালি,স্বপ্ন সুখের তুমি জ্যোতি,
ফোটে আছে অলি,এসো দুয়ার খুলি,মনাগ্রে লও সুমতি।
প্রিয় মনোরমা করো মোরে ক্ষমা,তুমি হীনা অসাড়এ প্রাণ,
তুমি সুষমা,তুমি-ই প্রিয়তমা,বারে বারে উদিয়াছো শান।
সংসারী হলে,বিন্দু ঝগড়ার তলে, ভেসে যায় না সম্মান,
মেধার বলে,কথার ছলে,বুঝাবে না হয় বুঝবে,তন মন।
উপ!!প্রেয়সী আমি যে খুশি,ফিরে এলে তুমি যতন করে,
ওগো শ্রেয়সী খুশিতে বান ভাসি,সুখে,দুঃখে মরনের তরে।

রচনাকাল
২২।০৫।২০১৪
ইউ এ ই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন লাগলো। শুভেচ্ছা রইলো...
  • এস ইসলাম ১৪/০৬/২০১৪
    সুন্দর লিখেছেন।
    • শিমুল শুভ্র ১৫/০৬/২০১৪
      হে কবিবন্ধুবর আজকের কবিতায় তোমার মন্তব্য পেয়ে মন টা ভরে গেলো।অনেক ভালোবাসা জেনো আর ভালো থেকো নিরবধি। কেমন আছো তুমি ?
  • কবি মোঃ ইকবাল ১৩/০৬/২০১৪
    ভাই চমৎকার।
    • শিমুল শুভ্র ১৫/০৬/২০১৪
      হে কবিবন্ধুবর আজকের কবিতায় তোমার মন্তব্য পেয়ে মন টা ভরে গেলো।অনেক ভালোবাসা জেনো আর ভালো থেকো নিরবধি। কেমন আছো তুমি ?
 
Quantcast