www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি এলে এমনি দিনে

- শিমুল শুভ্র

তুমি এলে তিমির রাত্রিতে,এমনি দিনে,
সেই দিন পাখিরা গেয়েছিলো গান,গাছে কলতান,
ধানের শীষের সুবাস সুজন চাষী, মাঝি মাল্লার গান,হলে দুঃখু মিয়া,
রুটির দোকানে চাকুরী, অবাদ চাঞ্চল্য,দুষ্টামী তে ভরা মন,
ক্ষণে ক্ষণে ভাবুক তুমি,মাটিতে লিখতে ছন্দে কথা
সাহিত্যের বানে ভাসতে নৌকা,অবাক হতো সবায় এত টুকুন ছেলে কি লিখে সব ?
নিজের বক্ষে পুঞ্জিত অভিমানে যখন তুমি বড্ড অসহায়,অনুভব করতে,
তখন তুমি কবিতা লিখতে,নিজেকে শান্তনা দিতে,
ভোরের ঘুমে তোমায় ভীষন ভাবাতো,তুমি চুমু দিতে শব্দের অলংকারে
কথার পর কথা,লাইনের পর লাইন কাব্য যেন তোমায় দেখে,হাঁপিয়ে উঠতো
"অথচ' তুমি চলে গেলে,সেই না ফেরার দেশে'।

তুমি এলে বিদ্রোহী হয়ে এই দিনে,
হে কবিবর,তুমি বাংলার সম্মান,
তুমি সাহিত্য শিখর,
তুমি গানের গীতিকার,
তুমি কাব্যের কালবৈশাখী,
তুমি কাব্যজ্ঞানের ভিক্ষাদানকারী,
তুমি বিদ্রোহী ভাষনের পূজার ডালা"
তুমি পড়িয়েছো সাহিত্যে কে মালা,
"অথচ' তুমি চলে গেলে,সেই না ফেরার দেশে'।

তুমি এলে,এই তিতিথে,এমনি দিনে,
বাঙালীর মুখে ভাষা তুলে দিতে,
ধুমের অন্ধকারে সাহিত্যের অতিথি হয়ে,
বুনে গেলে ধান ,ষোড়শী'র বুকের মধুকরের বান,
মুক্ত স্বাধীন সত্যের মান,ভেঙ্গে ফেল কারা'র ঐ লৌহকপাট,
এগিয়ে চলো রেখে দাপট ,
"অথচ' তুমি চলে গেলে,সেই না ফেরার দেশে'।

তুমি এলে,গিরি সংকট ক্ষণে এমনি দিনে,
যখনি ধুলায় লুটায় বাংলার স্বাধীনতা,পাক সেনারা,পাক মিছিলে,
কেড়ে নিচ্ছে শত মা-বোনের ইজ্জত,তরুনীর ভরাট বুকে আম পাকানো মৌসুমে,
উপছে পড়ছে,হায়নার দল,চুষে খায় কুকুরের জিহ্বায়,উচু স্তন,
সন্তান সম্ভবা রমনী'র উলঙ্গ বক্ষ,সুতাহীন শরীরে'র নাচ,
তোমার কলমের বলিষ্ঠ লেখনী'তে কেঁপে ছিলো সেই দিন হায়নার বুক,
তারা স্তব্দ জেন,অথচ' তুমি চলে গেলে,সেই না ফেরার দেশে'।
কে বলে তুমি এসে, আবার চলে গেছো?
ভুল,আমি বলবো ভুল,
তুমি আছো,থাকবে,আমার বুকে,নজরুল হয়ে,
আমাদের মাঝে,তোমার জন্ম শুধু আমাদের তরে ।

রচনাকাল
২৫।০৫।২০১৪
ইউ এ ই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ আমার প্রিয় নজরুল কে নিয়ে এমন লেখা। আপনাকে সশ্রদ্ধ ছালাম। গুনীদের কদর করলেই তবে না গুনী হওয়া যায়। অনেক ভালোবাসা নিবেন।
  • এস,বি, (পিটুল) ১১/০৬/২০১৪
    আপনার ভাবনার তুলনা হয় না, সুন্দর।
    আমার পাতায় আমন্ত্রন রইলো।
    • শিমুল শুভ্র ১২/০৬/২০১৪
      হে কবিবন্ধুবর আজকের কবিতায় তোমার মন্তব্য পেয়ে মন টা ভরে গেলো।অনেক ভালোবাসা জেনো আর ভালো থেকো নিরবধি। কেমন আছো তুমি ?
  • তাইবুল ইসলাম ১১/০৬/২০১৪
    খুব ভাল লাগল আপনার নজরুল বন্দনার কবিতাটি
    • শিমুল শুভ্র ১২/০৬/২০১৪
      হে কবিবন্ধুবর আজকের কবিতায় তোমার মন্তব্য পেয়ে মন টা ভরে গেলো।অনেক ভালোবাসা জেনো আর ভালো থেকো নিরবধি। কেমন আছো তুমি ?
  • বাহ , কবি নজরুলকে নিয়ে তাঁর মত করেই একটি কবিতা পড়লাম , সুন্দর কবি
    • শিমুল শুভ্র ১২/০৬/২০১৪
      হে কবিবন্ধুবর আজকের কবিতায় তোমার মন্তব্য পেয়ে মন টা ভরে গেলো।অনেক ভালোবাসা জেনো আর ভালো থেকো নিরবধি। কেমন আছো তুমি ?
  • ‌দারুন লাগলো। শিমুল শুভ্র তোমার লেখা অনেকদিন থেকেই পড়ছি। তবে জানতে ইচ্ছে করে তোমার অবস্থান সম্পর্র্কে জানাবে প্লিজ ...
    • শিমুল শুভ্র ১২/০৬/২০১৪
      কবি পরিচিতিঃ-নোয়াখালী জেলায়, হাতিয়া থানায়, ১৯৮২ সালে ৫ ই ডিসেম্ভর জন্ম।পিতাঃ সুবল চন্দ্র দাশ (শিক্ষক)-মাতাঃলিলি বালা দাশ(শিক্ষিকা) ছোট বেলা থেকে লেখা লেখির প্রতি প্রবল ইচ্ছা। যার হাত দরে ২০০৫ সালে আমার প্রথম উপন্যাস প্রকাশিত হয় "মনে রেখ আমায়" শিরোনামে এবং কাব্যগ্রন্থ-দুই 'মোহনায় আমি ।এর পর পত্রিকায় নানান কবিতা,ছোট গল্প,ছড়া প্রকাশ হয়।তৎকালীন চিরকুটের মাধ্যমে অনেক উৎসাহ পেলে ও নানান প্রতকূলতার কারনে আর তেমন কোন কাব্যগ্রন্থ প্রকাশ করা হয়নি।
      ক'টি কথাঃ-
      আমার মাঝে আমাকে জানি,ধরিত্রী বুকে পিতা,মাতার অসীম ভালোবাসায় আগমন,কর্মজীবি গর্বহীন দীপ্তিহীন এক যুবক জয়দৃপ্ত যার সিন্ধুমন্থনসঞ্জাত।উজ্জ্বল বর্ণম,চুল গুলো আগে কাজী নজরুলের বেশ,আর এখন!!ধুর ছাই!!
      সনাতন সুহৃদ্‌ ধর্ম মনে প্রাণে,ব্যবধান ঐ খানে আমি সর্বধর্ম বিশ্বাসী,বাবা বলেন,ঐশ্বর্যের কাছে সব কিছু হার মানে,আমি একটু ভিন্ন মতের বৈকি,আমি সবার আগে ভালোবাসা কে ঠাঁই দিই অকাতরে,আর সৃষ্টি দিয়ে ভাঙো,জীবনের অপূর্ণতাতে আগ্রহী,তাতেই আমি ব্যতিব্যস্ত,অসীম সংগ্রামে অহর্নিশি ।লেখা,পড়া বহুদূর না যেতেই শাসনদৃষ্টি স্তব্ধ,নিজের চেতনায় ছুটে চলি, ভালোর মাঝে ভালো কে খুঁজতে,স্পর্শ করি প্রবাস মাটি,উতপ্ত উত্তাপে,গা শিউরে উঠে,আকাশ,বাতাসে যেন অগ্নি ঝড়া লেলিহান শিখা পুলকি,অন্তরের গূঢ় অন্ধকার কে আলোয় এনে পৌঁছি,কয়েক বছরে,গুপ্ত কিছু সুখের হৃদয়দুর্গে প্রভুর ইচ্ছায়।নিন্দুকদলের কুকন্ঠ ভেদ করে,কণ্টকতরু নিষ্ঠুর,প্রীতিধার শোধ করে,উৎসবমুখে আমি ,জীবন তো আর থেমে থাকার নয়,সমাজের তাগিদে,জীবনের প্রয়োজনে,সুহৃদ্‌-রূপে নির্ভর বন্ধনে ঘর বাঁধলাম,প্রিয়তমা সাজলো আমার সোহাগিনী রুম্পা,হে অন্তর্যামী তোমায় শত কোটি প্রণাম,উপাসনা আজ তোমার তরে, প্রতীক্ষা শঙ্খঘণ্টা সন্ধ্যাভেরী,প্রদীপ জ্বালাবো ভৈরবমন্দিরে।হে বিশ্ববিধাতা কর্তব্যের প্রবর্তনে,আমি আজ সোনালী ফুলের স্নিগ্ধ ঝাঁকহীন বন্দি প্রবাসী।হৃৎপিণ্ডের রক্তশতদলে অঞ্জলি রচনা করে,প্রিয়সিনীর স্নিগ্ধতম উজ্জ্বল দীপ্ত সুবর্ণ মুখায়ব দেখার,সে ও যে আজ উন্মুখ সর্বসুখ,সর্বসঙ্গ, সর্বৈশ্বর্য, দেখার আমার অন্দরে ।
  • আবু সাহেদ সরকার ১১/০৬/২০১৪
    সুন্দর ও মনোরম কবিতা পড়লাম। মজাসহ আনন্দ পেলাম।
    • শিমুল শুভ্র ১১/০৬/২০১৪
      হে সাহিত্যপ্রেমিক কবিবন্ধুবর এ যে তোমার কাছ থেকে পরম পাওয়া , দারুণ উত্সাহে মন টা ভরিয়ে দিলে , ভালোবাসা জেনো আর ভালো থেকো নিরবধি।
 
Quantcast