www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কি পেলাম ভালোবেসে

- শিমুল শুভ্র

আমার মনের কোণে নতুন স্থানে
বাঁধলে তুমি ঘর,
অচল স্মৃতিদের ভুলিয়ে দিলাম
দারুণ সুখের স্তর।

তুমি গাইতে যখন সুরের টানে
মনে জাগে ঢেউ,
অনেক কষ্টে বুকে রেখেছি চাপা
জানলো নাতো কেউ।

তোমার দারুণ সুরে কবিতা লিখি
ছন্দে বাঁধি আশা,
সেই কবিতা তোমার কন্ঠে ভাসে
মধুর ভালোবাসা।

মনের অনুভবে গীতিকাব্য লিখি
তোমার সুরের টান,
মাধুরী মিশিয়ে তুমি গাইয়ে দিলে
আমার বুকের প্রাণ।

তোমার শ্রোতারা সুরের জাদুতে নাচে
যেথায় মনের কথন,
লিখে গেছি কত মনের কথা তোমাকে
আমার মনের মতন।

কোন এক গানে লিখে ছিলাম যতনে
চাই একরত্তি সুখ,
বুঝতে পেরেছ স্বরলিপির মধুর টানে
ঝাঁপিয়ে পড়লে বুক।

বিশ্ব যখন কাঁপছে তোমার গানের সুরে
সুখে ভাসা মন,
কে জানতো সেই সুখ কাঁদিয়ে যাবে
মনের রক্তক্ষরণ।

আমার গীতিকাব্যরা সাক্ষী রইলো যার
জন্ম তোমার গলে,
আমি জানি তারা তোমায় মনে করাবে
ছন্দ কথার তলে।

রচনাকাল
০৭।১০।২০১৪
ইউ এ ই
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আফরান মোল্লা ১৩/১০/২০১৪
    অসাধারণ
    • শুভ্র ১৩/১০/২০১৪
      অনেক ভালোবাসা রইলো মহামান্য কবিবন্ধু , ভালো থাকুন । বাংলা কবিতার আসরে আপনাকে বড্ড মিস করছি ...।
  • চমৎকার হয়েছে।
    • শুভ্র ১৩/১০/২০১৪
      অনেক ভালোবাসা রইলো মহামান্য কবিবন্ধু , ভালো থাকুন ।
  • সুলতান মাহমুদ ১২/১০/২০১৪
    nice dada
    • শুভ্র ১৩/১০/২০১৪
      অনেক ভালোবাসা রইলো মহামান্য কবিবন্ধু , ভালো থাকুন ।
  • অনেক ভাল লাগলো কবি । ভাল থাকবেন ।
    • শুভ্র ১৩/১০/২০১৪
      অনেক ভালোবাসা রইলো মহামান্য কবিবন্ধু , ভালো থাকুন ।
  • বরাবরের মতই বলবাে আপনার কবিতা অনেক সুন্দর.
    • শুভ্র ১৩/১০/২০১৪
      অনেক ভালোবাসা রইলো মহামান্য কবিবন্ধু , ভালো থাকুন ।
  • পার্থ সাহা ১২/১০/২০১৪
    darun
    • শুভ্র ১৩/১০/২০১৪
      অনেক ভালোবাসা রইলো মহামান্য কবিবন্ধু , ভালো থাকুন ।
 
Quantcast