www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রবাসে আমি( দ্বিতীয় পর্ব )

- শিমুল শুভ্র

জীবন টা মাইনাস ত্রিশে দাঁড়িয়েছে,প্রবাস ঘরে,সময়ের আকাঁবাঁকা গলি গুলো,
দারুণ দ্বন্দরণে মাতে,কখন সঠান পায়ে দাঁড়াবো,নিজের মত করে।
প্রভাতের রবির আলোয় বেড়িয়ে পড়ি,উদার গিরির শিখরে অর্থ আয়ে,
ক্লান্তহৃদয়ে যখন,ভ্রান্ত পথিক,গোধলীর আলোয় ফিরি গৃহপানে ।
আর ভালো লাগে না সংকটছায়াশঙ্কিল, পিচ্ছল ঘনপঙ্কিল সময়,
বঙ্কিম দুরগম পথ একাই হেঁটেছি কত দূর,আজ যে বড়ই পরিশ্রান্ত।
সাধ জাগে মনে,একটা টিয়ে পাখি আনবো ঘরে,আদর করে পোষ মানাবো,
বক্ষ সুখের তীব্র তপ্ত দীপ্ত নেশায়,ফোটাবো কলি থেকে অলি।
স্বপ্নের সিঁথিতে সিঁদুর মাখি,বিরামহীন রঙিন রঙের খেলায়,গভীর সুরে,
হাতে মেহেদী রঙে কোন রূপসী সেজে আসবে আমার আঙিনায়,অপেক্ষা নই,
নীরব বীণায় সুর তুলে,শূন্য গগনে নীলনির্মল আনন্দে উড়াল দিলাম,
অঙ্গে অঙ্গে অমৃতবৃষ্টির পরশতরঙ্গ খেলছে, চার বছর পর মাকে দেখবো,
মমতার আঁচল তলে সে কি শান্তির পরশ !!খুশির বানে যাচ্ছে দিন ...
চব্বিশে সেপ্টেম্বর,বাহুবন্ধন করে নিলো অন্তরজয়ী এক মায়াবিনী,মন্ত্র মুখে,
ডাগর চোখের, নব রূপে রূপময়ী,আমার হৃদয়ের রুম্পা রানী ,
ভরা আনন্দে,অন্তরমাঝে আর ধরে না সুখের মায়ামুরতি ভালোবাসা ।
জ্বেলে দিয়ে স্বপ্নের প্রদীপ,মনমন্দিরতলে অর্ধনিশীথে সুখের গীতঝংকারে,
দু'মাস পর ফিরে এলাম নিদারুণ কষ্টে, বিদায়ের সুরের মূর্ছনাভরে,
ব্যথার বীণাযন্ত্রে প্রবাসে আমি ।

রচনাকাল
০৫।০৪।২০১৪
ইউ এ ই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • -৩০ ঘটনাটা কি?
    • শুভ্র ১৪/১১/২০১৪
      ৩০ঘটনা কিছুই নয় - আমার বয়সের কথা বলা হয়েছিলো - অনেক ধন্যবাদ ।
  • তাইবুল ইসলাম ২৩/০৮/২০১৪
    ১মটা পড়ে এলাম
    ২য় টা চমৎকার লাগল আপনার অভিজ্ঞতা জেনে
    শুভেচ্ছা রইল :-)
    • শুভ্র ১৪/১১/২০১৪
      অনেক ধন্যবাদ প্রিয় কবিবন্ধুবর , ভালো থাকুন নিরবধি ।
  • শিমুদা ২২/০৮/২০১৪
    খুব হৃদয়ের কাছ ঘেসা কবিতা।
    খুব ভাল লেগেছে ।
    • শুভ্র ১৪/১১/২০১৪
      অনেক ধন্যবাদ প্রিয় কবিবন্ধুবর , ভালো থাকুন নিরবধি ।
  • বিদেশে কবি বড়ই পরিশ্রান্ত
    দেশে এলে হবে সব শান্ত।
    • শুভ্র ১৪/১১/২০১৪
      শ্রমে ধন আনে পূর্ণে আনে সুখ । অনেক ধন্যবাদ প্রিয় কবিবন্ধুবর , ভালো থাকুন নিরবধি ।
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ২২/০৮/২০১৪
    valo laglo khub
    • শুভ্র ১৪/১১/২০১৪
      অনেক ধন্যবাদ প্রিয় কবিবন্ধুবর , ভালো থাকুন নিরবধি ।
 
Quantcast