www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানবিকা-৫

শাহানাজ সুলতানা


হা হা হা, মানবিকা, বিধাতা –
পুরুষ হলে
নারী বিদ্বেষী অপবাদে
তোলপাড় হতো সারা বিশ্ব,
কিংবা
নারী হলে-
অবলা অসহায় দু্র্বল বলে
বিদ্রোহ করতো তাবৎ অহংকারী পুরুষ।

-নিঝুম কেন শুধু শুধু এসব কথা

বিধাতা বিধাতাই- বিধাতা
নারী নয়-পুরুষ নয়
দেব কিংবা দেবীও নয় ;
নয় কোন লিঙ্গ তুল্য
কেন মানুষের সাথে বিধাতাকে ডানছ?
নিজের দোষ শিকার করে নাও দেখবে...।।

-দোষ, বিধাতা সকল মানবীয় কিংবা
ইন্দ্রীয় দুর্বলতার উর্দ্ধে তাই তিনি নির্দোষ।

-বিধাতা , অব্যয়- অক্ষয়
তিনি মহান এক সত্বা; তিনি চিরঞ্জীব।
-জানি,বিধাতার আদি নেই-অন্ত নেই
জন্ম নেই-মৃত্যু নেই
নিদ্রা নেই-ক্লান্তি নেই
তিনি এক ও অদ্বীতিয়
লা – শরীক আল্লাহ
এই মহা বিশ্বের মহান স্রষ্টা,
আমার তোমার সকলের
হায়াৎ – মাওত – রিজিকের মালিক
সর্ব – জ্ঞানী,সর্ব – দ্রষ্টা আলিমুল গায়েব।

-এই আজ তোমার কি হয়েছে বলো তো?
--কই কিছু হয়নি তো।
-তাহলে কেন তুমি এসব কথা বলছ?


-মানবিকা,দুনিয়ার সকল বাদশাহ
জালিম – নাস্তিক – বদকার, সব তো
তারই ইশারায় , সকল কাজ সঞ্চালনা করে তাই না।
-হ্যাঁ
-সেদিন তিনিই একমাত্র বাদশাহ
একমাত্র বিচারক,
তাঁহার অনুকম্পা ছাড়া
রক্ষা নেই কাহারও
তিনি রাহ্মানুর – রাহিম
প্রতিদান দিবেন হাতে হাতে
কড়ায় গন্ডায় বুঝিয়ে সকলকে
পাপের দিবেন কঠিন শাস্তি।
-এটা তো আমরা সবাই জানি, তাইনা নিঝুম?
আমরা জানি, পুন্যের অযুত সীমাহীন পুরষ্কার
একমাত্র তিনিই মহান ন্যায় বিচারক;
-ক্ষমা চাইলে তিনি মানুষের সকল অন্যায়ের ক্ষমা করেন জানি
মানুষ কেন মানুষকে ক্ষমা করতে পারে না?
-কে আবার তোমাকে ক্ষমা করেনি।
-যদি বলি তুমি।
-নিঝুম তুমি না, ছোটখাটো ঘটানাতে মেজাজ হারাও।
অল্পতেই রেগে যায় এদের ধৈর্য্য কম তোমার
তুমি কোন কিছু তলিয়ে ভাবতে চাওনা
তুমি আমাকে কখনও বুঝতে চাওনি
আমার তো খুব বেশি কিছু চাওয়ার ছিলোনা তোমার কাছে
খুব সামান্য ছিলো আমার চাহিদা।

মানবিকা,
আমি সৃষ্টিকর্তায় বিশ্বাসী
বিধাতার –সৃষ্টির অগাধ ভক্তি ও বিশ্বাস
মাঠির অন্ধকার পথের শেষে
আমরা সাজাতে পারি সহস্র বছর পরে
ঐশ্বরিক আলোর উৎসব
জীবনের ওপারে আরেক জীবন
সুন্দরতম অনন্ত মৃত্যুহীন জীবনের
সুদৃঢ় সুমধুর সুনিশ্চিত আশ্বাস ।

এসো নিঝুম, সকল মান অভিমান ভুলে গিয়ে
শুভ্র শিশিরের জলে ধুয়ে ফেলে সকল গ্লানি
নতুন করে আবার সাজাই জীবন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সমির প্রামাণিক ০৭/১০/২০১৭
    সুন্দর সৃষ্টি। শুভকামনা রইলো।
  • রেজাউল আবেদীন ০৬/১০/২০১৭
    দারুন লিখেছেন তাই বলছি --->>> ঐশি আলোর ঝ্লকানী এসে আপনার হ্রদয়কে রাঙ্গিয়ে দিক বারংবার ... আর হলে আমি সবচে খুশি হবো। আল্লাহ তুমিই মহান ও পরম সত্য, মানুষ অপরাধে মোহ মায়ায় জড়ায় ... কিন্তু তুমি কখনো নও!
  • বেশ!
  • আব্দুল হক ০৬/১০/২০১৭
    অনেক সুন্দর বেশ!!
  • ন্যান্সি দেওয়ান ০৬/১০/২০১৭
    Nice.
  • মধু মঙ্গল সিনহা ০৬/১০/২০১৭
    ভালো লাগেছে।ধন্যবাদ কবি।
  • আজাদ আলী ০৬/১০/২০১৭
    Valoi
 
Quantcast