www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এখনো শেষ হয়নি গল্পটা

তোমাদের এই চেনাজানা পথে হয়তো
আর হাঁটব না আমি কোনো দিন।
ভালোবাসার নীল খামে ছড়াব না গোলাপের সুবাস।
আকাশ জুড়ে বেজে উঠবে না আর ঝড়ের জগঝম্প
এখনো শেষ হয়নি গল্পটা
তবু মাঝ পথে থেমে গেছে জীবন,থেমে গেছে আমারই কারণে।
তাই যত খোব আমার নিজেই উপর নিজেরই
কেনো সব বিষয় আমার এত মাথা ব্যথা?
কি দরকার ছিলো অত উত্তর পশ্চিম পূর্ব দক্ষিন ভাববার?
সূর্যদয় বা সুর্যঅস্ত ব্যাচ এই তো যথেষ্ঠ ছিলো।
না তা না সব সময় আমার বাড়াবাড়ি।
কেনো আমি বলতে গেলাম ওর কথা?
নির্জনে স্রোতস্বিনীর বুকে নুড়ি ছুড়লে সে তো গর্জে উঠবেই।
কেনো এই সাধারণ কথাটা যে আমি ভুলে যাই!
আমি কি সত্যি স্রোতস্বিনীর বুকে আঘাত করেছিলাম?
তোমার কথায় আমি প্রচন্ড আহত হয়েছিলাম
হয় তো সে খতের রক্ত ক্ষরণ তুমি দেখতে পেয়েছিলে
তাই প্রশ্ন করেছিলে, রাগ করলাম কিনা।
আমি তো আগেই বলেছি কোনো মানুষের উপর রাগ আমি করিনা।
যত যা-ই সব আমার নিজেরই উপর নিজের।
ভাট ফুলের মত ঝরে যাব আমি
এমনি করে রাখবা হাতে হাত
হয় তো তোমা্দের পথে আমার ছায়া পড়বে না আর
আমি জানি তোমরাই একদিন খুঁজবে আমায়,
আর যে দিন খুঁজবে সেদিন তোমাদের সীমানা থেকে
আমি আমার আহত হৃদয় নিয়ে চলে গেছি বহুদূরে
ফিরবো না কোনো দিন আর ও পথের মায়ায়।
১৩ মার্চ ২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরশ ১৮/০৪/২০১৬
    চমতকার
  • মোবারক হোসেন ০৯/০৪/২০১৬
    ভাল
  • কবিতার স্বাদে গল্প
  • সফি সুমন ১৪/০৩/২০১৬
    হয়তো শব্দটি একসাথেই হবে,
  • ভাল লাগলো। পায়েছিলে > পেয়েছিলে।
    শুভেছা রইলো।
  • প্রদীপ চৌধুরী. ১৩/০৩/২০১৬
    কবিতাকে কবিতায় বলতে হয় গল্প বললে কবিতার অ-মর্যাদা করা হয়|
    গরু কে গরুই বলতে হয় ছাগল বললে বে মানান লাগে|
    • কবিতাকে গল্প কে বলল ভাই?
  • প্রদীপ চৌধুরী. ১৩/০৩/২০১৬
    কবিতায় কোথাও যেন অন্ত মিলের অভাব.
  • ভালো লাগলো..
  • মোঃ ফিরোজ হোসেন ১৩/০৩/২০১৬
    ভাল হয়েছে, বানানের প্রতি লক্ষ্য রাখা দরকার।
    • আমি ঠিক ধরতে পারিছি কোন বানানটি ভুল ধরিয়ে দিলে খুশি হবো
  • মোঃ সরব বাবু ১৩/০৩/২০১৬
    শেষ হয়নি বলে শেষই করে দিলেন কবি
    ....!
  • পদ্মনীল ১৩/০৩/২০১৬
    বেশ ভার
 
Quantcast