www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ত্রয়স্পর্শী প্রেম

ত্রয়স্পর্শী প্রেম

মেয়েটির সাথে ছেলেটি প্রথম যখন দেখায় হয় তখন ভোর,
বৃদ্ধ দীদাকে নিয়ে মেয়েটি বেরিয়েছে প্রাত ভ্রমনে।
ছেলেটি ছিলো বিপরীত মুখে
দীদার পাশে ধীর গতিতে হাঁটছে মেয়েটি
ছেলেটি জলজ্যান্ত মেয়েটিকে যেন দেখতেই পেলনা।
ছেলেটি ছুটার গতিতে ধাক্কায় রাজপথে ছিটকে পড়ে মেয়েটি
থমকে দাঁড়ায় ছেলেটি,মেয়েটির হাত ধরে তাকে উঠতে সহযোগীতা করে
উঠে দাঁড়ায় মেয়েটি
বিনয়ের সাথে ছেলেটি বলে আই এম সো সরি।
ব্যাস এতেই বুঝি হয়ে গেলো ক্ষতি পূরণ।
দীদা বলল, ছেলেটি কিন্তু দেখতে বেশ, বড়শি ফেলে দেখতে পারিস।
যদি...
কি যে বলো না দীদা, কোথাকার কে, নাম ধাম জানা নেই।
তাতে কি পথের মাঝে আবার দেখিস কোথাও হবে দেখা,
তখন না হয় যেনে নিস কি নাম কোথায় ধাম।
রাখো তো বাড়ি চলো বড্ড লেগেছে।
কলেজ যাবে বলে বাস ধরে মেয়েটি ।
টাউন সার্ভিস সিট খালি নেই উঁচু নিচু পথ বড্ড বেশামাল
ঢোলে পড়ে মেয়েটি কার যেন গায়, নিজেকে সামলাতে
পাশ থেকে কে যেন মৃদু স্বরে বলে সরি।
চোখ তোলে মেয়েটি সেই ছেলেটি যার সাথে সকালে...
তারপর, এখানেও আপনি?
চুপচাপ নেমে যায় মেয়েটি।
কলেজর দ্বিতীয় তলার সিঁড়ি বেয়ে উঠছে ছেলেটি
আর মেয়েটি নামছে নিচে
নামতে নামতে এলো চুলগুলো উড়ে এসে চোখের উপর পড়ে মেয়েটির
এক ঝটকায় সমস্ত পৃথিবী যেন ঢেকে যায় আঁধারে পিছলে যায় পা।
মেয়েটির ধাক্কায় ছলেটি গড়িয়ে সোজা গিয়ে নিচে।
ময়েটিও গড়াতে গড়েতে একেবারে ছেলেটির বুকে
লজ্জায় রাঙা হয়ে যায় মেয়েটির মুখ।
ছেলেটির কপাল ফেটে ঝর ঝর ঝরছে রক্ত।
ওড়নার আঁচল ছিড়ে বেঁধে দিলো কপালে
মেয়েটির স্পর্শে মুহুর্তে কোথায় যেন হারিয়ে গেলো ছেলেটি
হৃদয়ের গভীরে যেন কোনো এক অনাবিল ঢেউ দিয়ে গেলো দোলা।
মেয়েটি বলল আই এম সো সরি।
তখনো ফ্লোরে পড়ে আছে ছেলেটি,
মেয়েটি উঠে দাঁড়িয়ে চুলগুলো ছুড়ে দিলো এ পাশ থেকে ও লাশে
উঠে দাঁড়ায়, তারপর ছেলেটি পেছন থেকে মেয়েটিকে এই যে হ্যালো
ফিরে তাকাতেই ছেলেটির চোখে চোখ পড়ে চোখ
কি যেন বলে যায় সে চোখের ভাষায়
আকুতি জানায় সে ভাষা, কিসের এই আকুতি?
তবে কি এ একে বলে প্রেম?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ''কি যেন বলে যায় সে চোখের ভাষায়''
    অপূর্ব !!!!!!!!!!!!!!
  • দেবজ্যোতিকাজল ১১/০৩/২০১৬
    ভাললাগল
  • সফি সুমন ১১/০৩/২০১৬
    এখন দেখেন কতটা সুন্দর লাগে।
  • সফি সুমন ১১/০৩/২০১৬
    হাঁছে" টা কি?
  • সফি সুমন ১১/০৩/২০১৬
    বানান আর বাক্য তৈরি দেখবেন
    • টাইফ মিস্টেক হতেই পারে বা অনেক সম্য় অনেক সহজ বানান আমরা খুব হ্জে ভুল করে থাকি বন্ধুদের চোখে য্দি সেটি ধরা পড়ে তো বানান টি ধরিয়ে দিলে অনেক উপকার হ্...ধন্যবাদ কবি।
  • সফি সুমন ১১/০৩/২০১৬
    কবিতা না পড়ে অযথা ভালো মন্দ কমেন্ট করা অন্যায়, আমার কমেন্টটা একটু মনোযোগ দিবেন প্লিজ...
    দিদার পাশে ধীর গতিতে (হাঁছে)?
    গতি বানানে একবার (তী)(তি) হয়েছে দেখবেন,
    যদি..............(ডট... তিনটার বেশি হয়না),
    টাউন... সিট খালি নেই(এখানে একটা স্পেস /, কোমা হবে,
    ঢোলে পড়ে মেয়টি (য়ে)?
    চোখ মেলে মেয়টি (য়ে)?
    সকলে............ (ডট... তিনটার বেশি বেমানান)
    ময়েটিও গড়াতে গড়াতে (মেয়েটিও)?
    ঝর ঝর অঝরে (এটা হয়নি) যেই লাউ সেই কদু,
    ফিরে তাকাতেই ছেলেটির চোখে চোখ পড়ে চোখ (এটা কোন বাক্যগত দিক না -এলোমেলো )
    সব মিলিয়ে ভালো, এগুলো অবশ্য নতুন কিছু নয়,
    যাইহোক নতুনের অপেক্ষায় রইলাম...
  • ভালো !
  • বেশ!!
  • মাহাবুব ০৯/০৩/২০১৬
    ভালো হয়েছে, তবে এরকম কবিতা বা গল্প নতুন কিছু নয় কিন্তু কবি। তবে কবিতাটা ভালো, শুভেচ্ছা।
 
Quantcast