www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঝড় (গল্প)পর্ব-১

(খুলনার আঞ্চলিক ভাষায় লিখতে চেষ্টা করেছি জানিনা হচ্ছে কি না)


কি রে সই তুই এহিনি? আর আমি তরে কনে না কনে খুঁজে বেড়াচ্ছি। কি হয়ছে তোর? মুখখান এমন বিষন্ন দেয়াচ্ছে কেন রে?
লক্ষ্মী নদীর জলে ছোট ছোট নুড়ি ছুড়ছে আনমনে।পেছনে দাঁড়িয়ে সেই এখন থেকে মায়া প্রশ্ন করে চলেছে খেয়ালি করছে না।
প্রায় দু’মাস আগে মায়াকে ঘিরে সামান্য বিষয় নিয়ে নিঝুমের সাথে কথা কাটাকাটি হয় লক্ষ্মীর। সেই থেকে লক্ষ্মীর মনে হচ্ছে নিঝুম তার জীবন থেকে একটু একটু দূরে সরে যাচ্ছে। লক্ষ্মীর সাথে নিঝুমের পরিচয় ফেইসবুকে।তারপর ফোনালাপ, এরপর দেখা, তারপর কাছে থেকে আরো.........লক্ষ্মী নিঝুমকে এতটাই ভালোবেসেছিলো যে সে তার পৃথিবীর উপরে আরেক পৃথিবী ভাবতো নিঝুমকে।কতটা ভালোবসলে কাউকে তার পৃথিবীর উপরে পৃথিবী ভাবা যায়?
নিঝুমকে। লক্ষ্মী বারবার একটা প্রশ্ন করতো ‘যদি কহনো কোনো দিন আচমকা ঝড় ওঠে সেই ঝড়ে তুমি হা্রায়ে যাবা না তো নিঝুম’? লক্ষ্মীর প্রশ্নের উত্তরে নিঝুম বলতো ‘এ তুমি কি কও লক্ষ্মী কেন হারায় যাব?কোনো ঝড় তোমার কাছতে আমারে আলাদা করতি পারবে না’। ‘তাই যেন হয় নিঝুম, বড় ভয় হয়।তবে একটা কথা কয়ে রাহি তুমি যদি কোনো দিন কোনো কারনে আমার জীবনতে হারায়ে যাও আমি বাঁচব না নিঝুম’। লক্ষ্মীকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে নিঝুম বলতো ‘লক্ষ্মী আমার লক্ষ্মী তুমি কেনো এতো চিন্তা করছ?কোনো চিন্তা এরে না তো লক্ষ্মী আমার।নিঝুমের বুকে মাথা রেখে লক্ষ্মী ‘তোমার প্রতি সে বিশ্বাস আমার আছে তবু’ ‘আবার তবু কি’? ;না কিছু না.........চলবে
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast