www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এভাবেই কাছে আসা( জীবনের গল্প) পর্ব-৫

এক দিন পর লিজা একটা নতুন কবিতা ছাড়ে ফেবুতে কবিতার কমেন্টসের জের ধরেই নিশান প্রবেশ করে চ্যাটে।
নিশানঃএত বিরহ কেন?ভাই কোথায়?
লিজাঃ ভাই,কোন ভাই?
নিয়ানঃ মানে আপনার বর।Thanks a lot
লিজাঃ ও, সে তো আমার থেকে দূরে মানে সে তার মর্কস্থলে।
নিশানঃএকা থাকা হয় তাই বুঝি এই বিরহের কবিতা।
লিজাঃ আরে ধ্যাৎ তার জন্য কেন হবে।কবি কি শুধু নিজের কথাই লেখে নাকি?ওখানে আপনি আপনাকে দাঁড় করান দেখবেন ওটা আপনারই.........।
নিশানঃ হুম বুঝলাম কবি তার কলম দ্বারা প্রবেশ করে সবার মাঝে।কি করছেন?
লিজাঃ এই তো আপনার সাথে চ্যাট।
নিশানঃ এমন কেন করলেন?
লিজাঃ মানে!
নিশানঃ এই যে আমি এত দূর থেকে কত কষ্ট করে গেলাম আর আপনি আমাকে ফিরিয়ে দিলেন।
লিজাঃ ফিরাবো কেন আসলে...............
নিশানঃ থাক আর কথা দিয়ে কথা ঢাকতে হবে না।লিজা, আমরা কি এই দূরত্ব থেকে বেরিয়ে আসতে পারি না?
লিজাঃ মানে?
নিশানঃ মানে,এই প্রাচীর আর ভালো লাগচ্ছে না।এটা এবার ভাঙ্গলে কেমন হয়?
লিজাঃ ঠিক বুঝলাম না?
নিশানঃ এই আপনির দেওয়াল আর কত দিন চলবে?আমরা কি দুজন দুজনের ভালো বন্ধু হবে পারিনি এখনও।আমরা কি পারিনা সুখে দুঃখে একে অপরের সাথী হতে? লিজাঃ কি বলতে চাইছেন আপনি, আমি ঠিক বুঝতে পারছি না।
নিশানঃ প্লিজ আমাকে খারাপ ভাববেন না।আমি বলছিলাম আমাদের দুজনের চিন্তা যখন প্রায় একই তখন এক সাথে ........................
লিজাঃ হুম বুঝলাম কিন্তু সেটা কি ভাবে সম্ভব?
নিশানঃ হয় তো দশ পনের দিন পর আবার আসছি যদি দেখা হয় তখন না হয় সামনা সামনি বসেই বলবো।
লিজাঃ ওকে ডান।অনেক রাত হলো এখন রাখি।
নিশানঃ Oke Good night.
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৯১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লেখনী।
  • ঠিক বলেছেন। কবি কখনো নিজের জন্য কবিতা লেে না।
 
Quantcast