www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কীসের নেতা

মহামারি করোনাকালে যদি-
আমার খাদ্যের জিম্মাদার নাই পারো হতে তুমি
কীসের তুমি মহান নেতা, কীসের সমাজপতি।
বলি! এক চামচ বিষ এনে দাও
পেটের ক্ষুধার জ্বালা সইবার চেয়ে-
সমাজের বোঝা হয়ে রইবার চেয়ে-
বরং নিজেকে নিজেই মুক্তি দিয়ে যায়।

তোমার খাটের নিচেই থাকুক তেলের খনি
তোমার ঘর ভর্তি থাক ত্রাণের চালে চালে
ক্ষুধা তোমায় স্পর্শ না করুক কোনো কালে।
গ্যালন গ্যালন চেতনা খেয়ে তুমি পড়ে থাকো
দুনিয়ার নেশায় বুঁদ হয়ে।

নেশা কাটলে চোখ খুলে প্রগতিশীলতার বাণী ঝাড়ো-
মুক্তিযুদ্ধের চেতনার বাণী আউড়াও
কতশত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাও দিনভর
এটাইতো তোমার নীতি; রাজনীতি তোমার।
দিনশেষে তুমি যে একজন নেতা।
আদর্শহীন, প্রবঞ্চক, চাটুকার, তেলবাজ এক নেতা।

গরিবের হক চুরি করে খেয়ে-
আমজনতাকে আকর্ষণীয় মিথ্যে বলে-
সাধু বেশে ভণ্ডামি করে, প্রবঞ্চনা করে-
দিনশেষে নিজেকে নিজের কাছে কী দেবে জবাব
নিজেকে নিজে কি মিথ্যে বলা যায়?
খুঁজে দেখো সে জবাব।
জবাব যদি না পাও-
নেতা নামের অপমান তুমি একথা জেনে যাও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast