www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনপ্রাণ

মনপ্রাণ এক,
শরীরের ভিতর শক্তি।

যা চাই,
পাবো কি পাবো না,
তা ভেবে লাভ কি?

এক মনে লিখে যাই,
এক মনে এঁকে যাই,
এক মনে গেয়ে যাই।

সেটাই পাওয়া, বড় পাওয়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০২৫

 
Quantcast