রাধারানী
বসতির মেয়ে রাধা
আর কেরানির মেয়ে রানী-
দুইয়ে মিলে উপন্যাসের রাধারানী।
রাধা বলেঃ
বসতিতেও থাকে মানুষ।
গরীবের দুঃখে সে বেহোঁশ।
রানী জানায়ঃ
জন্ম বড় কথা নয়, কর্মই মহান।
ভাল কাজে তার জয়গান।
রাধা করে
বসতির উন্নতি।
গরীবের জীবনে ফেরায় গতি।
রানী দেখে
নিম্নবিত্তের অভাব।
অসময়ে তাদের পাশে দাঁড়ানো স্বভাব।
আর কেরানির মেয়ে রানী-
দুইয়ে মিলে উপন্যাসের রাধারানী।
রাধা বলেঃ
বসতিতেও থাকে মানুষ।
গরীবের দুঃখে সে বেহোঁশ।
রানী জানায়ঃ
জন্ম বড় কথা নয়, কর্মই মহান।
ভাল কাজে তার জয়গান।
রাধা করে
বসতির উন্নতি।
গরীবের জীবনে ফেরায় গতি।
রানী দেখে
নিম্নবিত্তের অভাব।
অসময়ে তাদের পাশে দাঁড়ানো স্বভাব।