দুটি কবিতা
    ১) ফ্লার্ট 
ওটা সত্যি নয়,
ওটা অভিনয়।
দেখাতে হয় তাই জন্য, কী আর করবো !
স্বামীর মন না পেলে ওটা নিয়েই বেঁচে থাকবো।
আমাদের কাছে বিয়েটাই সত্যি:
এটাই নারী মনের একান্ত অভিব্যক্তি।
২) সম্রাট ও সুন্দরী
সম্রাটের শত্রু ক্ষমতা,
সুন্দরীর বয়স- বলছে আমজনতা।
ওটা সত্যি নয়,
ওটা অভিনয়।
দেখাতে হয় তাই জন্য, কী আর করবো !
স্বামীর মন না পেলে ওটা নিয়েই বেঁচে থাকবো।
আমাদের কাছে বিয়েটাই সত্যি:
এটাই নারী মনের একান্ত অভিব্যক্তি।
২) সম্রাট ও সুন্দরী
সম্রাটের শত্রু ক্ষমতা,
সুন্দরীর বয়স- বলছে আমজনতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        অমিতাভ স্বর্ণকার ১৮/০৮/২০২০দারুণ দারুণ
- 
        স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৮/২০২০Fantastic.
- 
        আব্দুর রহমান আনসারী ১৫/০৮/২০২০চমৎকার
- 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৮/২০২০চমৎকার
- 
        Md. Jahangir Hossain ১৫/০৮/২০২০আবেগপূর্ণ লেখনী।


