www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

♥তোমারই প্রতীক্ষায়♥

বসে আছি আমি তোমারই প্রতীক্ষায়
ধুলোভরা সেই পথটির পানে চেয়ে,
গোধূলি লগ্নে আসবে তুমি হেথা
আমারই কাছে আলতা রাঙ্গা পায়ে।

নিঃশব্দে চুপিচুপি পা ফেলে
এসে তুমি ঢেকে ধরবে মোর আঁখিদুটি,
পিছনে ফিরে যেইনা তাকাব আমি
তুমি হেসে হেসে হবে যেন কুটিকুটি।

হাতে হাত রেখে হাঁটবো তেপান্তরে
তুমি-আমি ছাড়া থাকবেনা কেউ যেথা,
আধফালি চাঁদ উকি দেবে গগনেতে
শুধু আলো দেবে কইবেনা কোন কথা।

ফুলবাগিচায় বসবো দু'জনে মিলে
সুবাস ছড়াবে বেলী ও হাসনাহেনা
রাখবো মাথা আমি তোমারই কোলে
দু'জনের হবে ভালবাসা লেনাদেনা।

আজ থেকে প্রায় বছর তিনেক আগে
কত কথা ক'তে বসে তুমি এই স্থানে,
আজ শুধু তুমি নেই আমারই পাশে
সেই কথাগুলো বাঁজছে আজও এ কানে।

ভুল বুঝে চলে গিয়েছিলে বহুদূরে
বলে গিয়েছিলে আর কভূ ফিরবেনা,
জানি একদিন আসবেই ফিরে তুমি
সব ভুল ছিল যেদিন হবে তা জানা।

তাইতো তোমারই প্রতীক্ষায় আছি বসে
নেইনি তো খুঁজে অন্যকোন সাথী,
ধুলোভরা সেই পথটির পানে চেয়ে
আজও কাটে মোর নির্ঘুম দিবারাতি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তুহিনা সীমা ৩১/১২/২০১৪
    প্রতীক্ষার প্রহর আসলেই অনেক কঠিন। আপনার কবিতাটি দারুন হয়েছে।
  • আহা সখ কত ।
  • ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে
    ভালোবাসা ভালোবেসে বেধে যে রাখে
  • শিমুল শুভ্র ২৬/১২/২০১৪
    কবিতা দারুণ ,মন ভরে গেলো ।
  • সাইদুর রহমান ২৬/১২/২০১৪
    বেশ চমৎকার ।
    বেশ ভালো লাগলো।
    শুভেচ্ছা রইলো।
  • কবিতাটি পড়ে ভালো লাগলো...
  • ২৫/১২/২০১৪
    সুন্দর হয়েছে ।
  • বৃষ্টিকণা ২৫/১২/২০১৪
    ওয়াও!!! চমতকার কবিতা। এতো সুন্দর করে কিভাবে লেখেন আপনি? আমাকে একটু শেখাবেন...?
    • সায়েম খান ২৫/১২/২০১৪
      এটা কাউকে শেখাতে হয়না, চেষ্টা করতে থাকুন।অবশ্যই পারবেন। আমার চেয়ে আরো অনেক সুন্দর করে লিখতে পারবেন। ধন্যবাদ।
  • শিশির ভেজা ভোর ২৫/১২/২০১৪
    সত্যিই অসাধারণ! অসাধারণ বললেও কম বলা হবে। সহজ সরল সুন্দর ভাষায় এমন কবিতা লেখার মত যোগ্যতা সকলের নেই। অভিনন্দন কবি।
    • সায়েম খান ২৫/১২/২০১৪
      ব্লগারদের যোগ্যতার বিষয়ে কথা না বললেই খুশি হতাম। মানুষ একদিনেই বড় হয়না, অনেক সাধনার পর মানুষ বড় হয়। আজ এই ব্লগে যারা নবীন,কাল তারাই এই ব্লগের নেতৃত্ব দেবে।নবীনদেরকে উতসাহিত করতে হবে,তবেই তাদের কাছ থেকে আরো ভাল কিছু আশা করা যাবে। আমি কাউকেই ছোট করে দেখিনা,আশাকরি আপনিও দেখবেন না।
      • শিশির ভেজা ভোর ২৫/১২/২০১৪
        আসলে কথাটা আমি ওভাবে বলিনি কবি, আপনার লেখার প্রশংসা করতে গিয়েই একটু বলেছিলাম। আমাকে ভূল বুঝবেন না।
        • সায়েম খান ২৫/১২/২০১৪
          ধন্যবাদ আমি ভেবেছিলাম ...
          যাইহোক প্রসংশা সবই সেই মহান স্রষ্টার যিনি আমাকে লেখার তৌফিক দান করেছেন
 
Quantcast