www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসা মানে

ভালবাসা মানে
কিছু আবেগমাখা মিথ্যে বাক্য,
ভালবাসার শুরুতে
কাউকে পাবার আকাঙ্খা
শেষে দুর্ভাগ্য।
ভালবাসা মানে
প্রেমিকার ছবি হৃদয়ে টাঙ্গানো,
ভালবাসা মানে
বেদনার নীল রঙে
নিজেকে রাঙ্গানো।
ভালবাসা মানে
কবিতায় লেখা যে কোন কবির
কয়েকটি লাইন,
ভালবাসা মানে
অবিশ্বাসে ভরা প্রেমের রাজ্যের
অন্ধ আইন।
ভালবাসা মানে
ব্যর্থ প্রেমের করুণ ইতিহাস,
যার নমুনা-
শরৎচন্দ্রের লেখা দেবদাস।
ভালবাসা মানে
প্রেমিকার তরে উৎসর্গ করা
প্রেমিকের জীবন,
ভালবাসা মানে
জীবনে জড়ানো হতাশার কাফন।
ভালবাসা মানে
বলবো কি আর?
ভালবাসা মানে
ব্যথার পাহাড়।
ভালবাসা মানে
শুধুই কষ্ট,
ভালবাসা মানে
জীবন নষ্ট।
ভালবাসা মানে
মিছে স্বপ্নের ঘর বাঁধা,
ভালবাসা মানে
নিজের ভূলে অবশেষে কাঁদা।

------------------------
(২২/০১/২০০২ তারিখে রচিত। এটি আমার লেখা কবিতাগুলোর মধ্যে প্রথম সংরক্ষিত কবিতা।)

****০০০০****
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফাহমিদা ফাম্মী ০৮/১১/২০১৩
    রবি ঠাকুর বলেছেন '' মদ খা গাজা খা '' তবু প্রেম করিস না,
    • সায়েম খান ০৮/১১/২০১৩
      প্রেম করতে নিষেধ করলেন ঠিক আছে কিন্তু মদ-গাজা খেতে বললেন কেন তা বুঝলাম না। আপনার এই মন্তব্যের কারণে সত্যি সত্যিই যদি কেউ এসব খাওয়া শুরু করে তাহলে কিন্তু আমি দায়ী থাকবো না বলে দিলাম কিন্তু।
      • ফাহমিদা ফাম্মী ০৮/১১/২০১৩
        grin
        • সায়েম খান ০৯/১১/২০১৩
          আপনার হাসিটা খুব সুন্দর, একেবারে প্রাণবন্ত... হা হা হা ...
  • বৃষ্টিকণা ০৩/১১/২০১৩
    'ভালবাসা মানে
    প্রেমিকার ছবি হৃদয়ে টাঙ্গানো,'
    'ভালবাসা মানে
    প্রেমিকার তরে উৎসর্গ করা
    প্রেমিকের জীবন,'
    এর উল্টোটাও হয় এখন।

    ধন্যবাদ সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য।
  • বৃষ্টিকণা ০৩/১১/২০১৩
    'ভালবাসা মানে
    প্রেমিকার ছবি হৃদয়ে টাঙ্গানো,'
    'ভালবাসা মানে
    প্রেমিকার তরে উৎসর্গ করা
    প্রেমিকের জীবন,'
    এর উল্টোটাও হয় এখন।

    ধন্যবাদ সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য।
  • আরিয়ান খান ৩১/১০/২০১৩
    অভিনন্দন মিঃ সায়েম খান সুন্দর একটি কবিতা এই ব্লগের পাঠকদের উপহার দেয়ার জন্য।
    • সায়েম খান ০১/১১/২০১৩
      আপনাকেও অনেক ধন্যবাদ আমার কবিতাটি মনোযোগ সহকারে পড়ে মন্তব্য করার জন্য।
  • আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
    প্রথমেই অভিনন্দন জানাই, আপনার লেখা কবিতাগুলোর মধ্যে প্রথম সংরক্ষিত কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্যে ।


    'ভালোবাসা' মানে একতরফা প্রেমিকের নয় হে খোকা
    'ভালোবাসা' দিয়ে প্রেমিকারাও খায় ধোকা ।
    সেই ধোকাতে প্রেমিকার জীবন হয় যে আঁকাবাঁকা ।
    রঙধনুর রঙে রাঙানো জীবনে হয়ে যায় সব ফাঁকা ।

    কথার ফুলঝুড়ি দিয়ে যে কবি
    রচে কবিতা পাকা,
    'ভালোবাসা' একা প্রেমিকের নয়,
    প্রেমিকারা ও খায় ছ্যাঁকা...
    ধোকা ! ধোকা !! ধোকা !!!
    • সায়েম খান ৩১/১০/২০১৩
      ধন্যবাদ মিঃ আরজুপনি ভাই, কবিতার সাথে ছন্দ মিলিয়ে মন্তব্য করার জন্য। আমি এই কবিতাটি রচনা করেছিলাম ২০০২ সালে তখনকার প্রেক্ষাপটে। তখন প্রেমিকরাই বেশি ছ্যাকা খেত।
      • আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
        কি যাতনা বিষে
        কভু আশিবিষে
        দংশেনি যারে...

        আপনার নাম দেখেতো ছেলেই মনে হচ্ছে...প্রেমিকদেরই প্রজাতি, আপনি কেমন করে বুঝবেন মেয়েরাও যে প্রেমে ছ্যাঁকা খেত !

        আমি কতো দেখেছি !

        হাহা

        বাই দ্য ওয়ে...ওই সব মিস্টার, মিসেস বাদ দেয়া যায় না...হাহা
        জাস্ট কিডিং
  • সত্যিই বলেছেন ভাই।আপনার সাথে সহমত।ভালো লাগলো কবিতা।
    • সায়েম খান ৩১/১০/২০১৩
      ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। ধন্যবাদ।
      • আপনাকেও অশেষ ধন্যবাদ।সেই সাথে নিমন্ত্রণ আমার নিয়মিত আয়োজনে।আশাকরি আপনার মূল্যবান মন্তব্যে আমার সামনে র লেখার জীবনের পাথেয় হবে।
  • জহির রহমান ৩০/১০/২০১৩
    ভালোবাসার মানে
    নিজের ভুলে অবশেষে কাঁদা।
    - এখন আর ভালোবেসে কেউ কাঁদেনা মনে হয়। ভালো বাসার মতো ভালোবাসাও মনে হয় এখন আর ভালো নেই।
    শুভেচ্ছা কবিতাটির জন্য। আরো কবিতা চাই।
    • সায়েম খান ৩০/১০/২০১৩
      এখনো এমন ভালবাসা আছে। সত্যিকারের ভালবাসা এখনো আছে বলেই পৃথিবীটা এখনো টিকে আছে। তবে ইদানিং ৯৫% ভালবাসাকেই ভালবাসা না বলে নষ্টামি বলা যায়। ধন্যবাদ।
      • জহির রহমান ৩০/১০/২০১৩
        ঠিক বলছেন। যে কাউকে একবার ভালোবাসি বললেন তার সাথে কিছু সময় কাটানো যায়। প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়াটা অনেক কঠিন। সবাই তা পায়না। যারা পায় তারাই ভাগ্যবান।
        ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকেও...
  • এত এত মানে
    সবাই কি জানে?
    ধন্যবাদ।
  • রাখাল ৩০/১০/২০১৩
    ভালোবাসার মানে সবাই জানে
    তবু বিপদই মানুষকে টানে ।
    • সায়েম খান ৩০/১০/২০১৩
      আসুন এসব প্রেম-পিরিতি-ভালবাসা থেকে সবাই দূরে থাকি। ধন্যবাদ।
 
Quantcast