www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি কবিতা রাজনকে উপহার (অ্যাক্রস্টিক)

কদিন আবার ঝড় থেমে যাবে, বুঝলি রাজন!

চিকাচার কলতানে মুখরিত হবে এই শহর।

টিয়া, দোয়েল, ময়না সম তাদের ওই ছোট্ট মন  

রতালে করতালে নাকি ভাসাবে আবার ঐ নগর ।
 
বিরহ বেদনা ভুলে গিয়ে সব, আবার মানুষ জাতি রে,

তাল, ছন্দ, কবিতা ও গানের নেশায় বুঁদ হয়ে যাবে।

রাত-দিন কাটাবে সুখে আবার ওই গড্ডালিকা প্রবাহে,

নহীন রাস্তায় হয়ত আবার অন্য কোনও রাজন জন্মাবে।


হন্যতে তোর অন্তরাত্মা, শিখিয়ে গেলি আজ গরীবের কদর।

কেউ কি বুঝবে তা ? নাকি আবার নতুন কোনও জীবনের মূল্যে,

চ্চ জাতি যত, ছুঁড়ে ফেলে দেয় নিরন্ন মায়ের বুকের আদর।

রজীবী আর কতদিন থাকবে রাজনরা, এই জগতে ভয়ে ভয়ে?

হারিস নি তুই, জীবন হেরেও তাই বাজি আজ গেছিস জিতে,

ক্ত ঝরিয়ে দুঃখে কাঁদালি শহর, সবাই আজ তাই ওদের বিপরীতে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাশেদ খাঁন ২৪/০৯/২০১৫
    হারিস নি তুই, জীবন হেরেও তাই বাজি আজ
    গেছিস জিতে
  • অনেক সুন্দর লিখেছে দাদা
  • কিশোর কারুণিক ২১/০৭/২০১৫
    ভাল
  • বিমূর্ত পথিক ১৯/০৭/২০১৫
    এটা কি শুধুই রাজনের জন্য? নাকি রাজনের মত সকলের জন্য?
    • দাদা , ধন্যবাদ এই সময়োপোযোগী প্রশ্নটার জন্য।

      একেবারে ঠিক কথা বলেছেন, এটি রাজনের মত সকলের জন্য। রাজন হল প্রতীক সমস্ত অত্যাচারিত কিশোর সম্প্রদায়ের , আবার রাজন হল প্রতিভূ সমস্ত্ শোষিত মানবজাতির এই তৃতীয় বিশ্বের দেশগুলির ।
  • দ্বীপ সরকার ১৮/০৭/২০১৫
    ভালো।
    • ধন্যবাদ কবি বন্ধু পাশে থাকার জন্য। আজকে কবিতার আসরের আলোচনা সভায় এই বিষয়ে একটি প্রস্তাব পেশ করেছি, একটু পড়ে দেখবেন আর আপনার সমর্থন বা অসমর্থন যাই হোক জানাবেন এই আশা করি।
  • বেনামী পত্তনদার ১৭/০৭/২০১৫
    আমি নির্বাক
    • ধন্যবাদ কবি বন্ধু পাশে থাকার জন্য। আজকে কবিতার আসরের আলোচনা সভায় এই বিষয়ে একটি প্রস্তাব পেশ করেছি, একটু পড়ে দেখবেন আর আপনার সমর্থন বা অসমর্থন যাই হোক জানাবেন এই আশা করি।
  • আপনার উপদেশ পরবর্তী কালে কাজে লাগবে, চেষ্টা করব যাতে আপনার ভালো লাগে। তবে ওই মানসিক অবস্থায় হয়ত এর চেয়ে ভালো আর কিছু লিখে উঠতে পারি নি।

    ধব্যাবাদ কবি, শুভেচ্ছা নেবেন।
  • জহরলাল মজুমদার ১৭/০৭/২০১৫
    আর একটু ভাল হতে পারত
 
Quantcast