www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিজয় উচ্ছ্বাস

বিজয় মানে উচ্ছ্বাস আনন্দ,
বিজয় মানে নব মনের স্পর্শ ফলিত আনন্দ।


দিকে দিকে বাজে নানা সুরে ছন্দ
আহা কি বনার্ঢ।


বাংলার দূলি মাটি স্পর্শে প্রাণে সজীবতা,
কোমল প্রাণের নির্মলতা মন শান্ত।


শুধু বিশমিত পুরনো শ্রুতি আছন্ন,
যে বাতাসে আসে পুরা গন্দ, নরপশু গুলো হয়েছিল হায়নার মত হন্ন।


কেড়েছে লাখো প্রাণ কুঞ্চিত কালো আধারে
বিস্মিত,সম্ভ্রম লুটেপুটে মা বোনের অপমান অতি জগন্ন হৃদয় ক্ষত বিক্ষত।


তবু পায়নি প্রতিদান, রাজত্ব করেছে তাঁরাই, নিরুপায় মা ক্ষমা করো, তবু বুকে সাহস নিয়ে গড়েছে আকাশ ছোঁয়া স্বপ্ন।
.....................…...........................…....................
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর লেখা।
  • ফয়জুল মহী ১৬/১২/২০২০
    বিজয়ের বিজয় হোক। সূর্য উঠুক মেহনতী ও নিরহ মানুষের দিগন্তে। সার্থক হোক বিজয়।
  • তাপস পাল ১৬/১২/২০২০
    Nicely Written 🌼🌼🌺🌺
  • ফাহিম ১৬/১২/২০২০
    অসাধারণ।
  • মিতালি ১৬/১২/২০২০
    চমৎকার লেখনী।
  • Sanjida ১৬/১২/২০২০
    চমৎকার লেখনী ও মনোরম মোহনীয়।
 
Quantcast