আক্ষেপ
আক্ষেপ
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন
♥=♥=♥=♥=♥=♥=♥=♥=♥=♥=♥
ব্যস্ত শহরে অলিগলি পথ ধরে শেষ টা কোথায়
যেখানে স্বপ্ন গুলো অযথায় থেমে যায়।
স্বপ্ন দেখে দেখে পিছনে চলে যায়,
আকাশ প্রানে মুক্ত বিহঙ্গে আরেকবার ছুটি আয়।
নিসর্গ মনো প্রাণ কুঞ্চিত কালো নিরালায়,
দিবাগত দিবাস্বপ্নে নয়ন জুড়ায়।
কিছু চাওয়া পাওয়া নাই,
শুধু এ রাজ্যে আনন্দ বিলাই,
অভিযোগ তুলে হয়েছো নিছক উগ্র,
যেখানে অশ্রু জল বারবার ঝরে শুকায়।
আলো-আঁধারির খেলায় হৃদয়ে জ্বলে অনল,
ভেবে ভেবে হতাশায় সময়ের অতল গহ্বরে ডুবে যাই।
চোখে ভাসে নীল আচল কেনো তুমি নাই
এ রঙ্গিন শহরে হাত ধরে চলার জন্য তোমায় শুধু চাই।
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন
♥=♥=♥=♥=♥=♥=♥=♥=♥=♥=♥
ব্যস্ত শহরে অলিগলি পথ ধরে শেষ টা কোথায়
যেখানে স্বপ্ন গুলো অযথায় থেমে যায়।
স্বপ্ন দেখে দেখে পিছনে চলে যায়,
আকাশ প্রানে মুক্ত বিহঙ্গে আরেকবার ছুটি আয়।
নিসর্গ মনো প্রাণ কুঞ্চিত কালো নিরালায়,
দিবাগত দিবাস্বপ্নে নয়ন জুড়ায়।
কিছু চাওয়া পাওয়া নাই,
শুধু এ রাজ্যে আনন্দ বিলাই,
অভিযোগ তুলে হয়েছো নিছক উগ্র,
যেখানে অশ্রু জল বারবার ঝরে শুকায়।
আলো-আঁধারির খেলায় হৃদয়ে জ্বলে অনল,
ভেবে ভেবে হতাশায় সময়ের অতল গহ্বরে ডুবে যাই।
চোখে ভাসে নীল আচল কেনো তুমি নাই
এ রঙ্গিন শহরে হাত ধরে চলার জন্য তোমায় শুধু চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৬/১১/২০২০খুব সুন্দর
-
Swapon Rozario ২৫/১১/২০২০জীবন স্বপ্নময়।
-
Md. Jahangir Hossain ২৫/১১/২০২০হৃদয়ের প্রত্যাশা।
-
ফয়জুল মহী ২৫/১১/২০২০সুনির্মাণ