www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন ঘুড়ি

জীবন ঘুড়ি অদৃশ্য সুতোয় অদৃশ্য পথে গন্তব্যহীন
উড়ে উড়ে যায় দূর কোনো অজানায় বেচেঁ থাকা সংজ্ঞাহীন
স্বপ্ন দ্যাখা হারাম
জীবনে নেই আরাম
এখনো আমি আদি পথে আছি
আদিনাথের আদি গুহায়
কি যেন খুজেঁ বেড়াই
কি যেন পেয়ে হারাই
ব্যাচেলর প্রকৃতি ব্যাচেলর মানুষ
ব্যাচেলর জীবন ব্যাচেলর যৌবণ
জেগে জেগে নাটাই বিহীন ঘুড়ি উড়াই
উড়ে উড়ে যায় মন
উড়ে উড়ে যায় যৌবণ
অষ্টপ্রহর নানা রঙের রঙিণ ঘুড়ি উড়াই
উড়াই নানা রঙের রঙিণ ফানুষ
যদিও আমি ব্যর্থ মানুষ
জীবন কি বুঝিনা আর
জীবন সংজ্ঞা পেয়েছি টের
কী আর সংজ্ঞা জানতে চাও ?
দরিয়া নগরের সন্তান আমি দরিয়ার বুকে থাকি
দরিয়ার জল দরিয়ার মল হৃ?পিন্ড ছিড়েঁ দ্যাখো
ক্যানো আমাকে জাগাতে চাও ?
একটু বিশ্রাম চাই
একটু শান্তি
একটা আশ্রম
একটা স্বপ্ননীড়‌
আমি স্বপ্নবাজ নই
একটা মন একটু ভালোবাসা খুজিঁ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান ইমতি ৩০/০১/২০১৫
    ভালোলাগা রইল ...
  • ২৭/০১/২০১৫
    বেশ ভালো হয়েছে কবি ।
    ভাল থাকুন সতত ।
  • ফিরোজ মানিক ২৭/০১/২০১৫
    'স্বপ্ন দ্যাখা হারাম' 'উড়ে উড়ে যায় যৌবন' লাইন দুটি অসাধারণ।
  • হমমম। জীবনের ব্যখ্যায় বিভর। ভালো লাগা রইলো............
  • আবিদ আল আহসান ২৭/০১/২০১৫
    সুন্দর হইছে
  • রক্তিম ২৭/০১/২০১৫
    ভালো ।
  • আহমাদ মাগফুর ২৭/০১/২০১৫
    আহারে আমার প্রিয় আদিনাথ বাসি!....
    আমরা আপনাকে অনেক ভালবাসি । আমাদের ভালবাসায় আপনি সিক্ত হউন! এবার একটু বিশ্রাম নিন!
  • মোঃ আবদুল করিম ২৭/০১/২০১৫
    ভাল হয়েছে,লিখে যাও বন্ধু
  • সবুজ আহমেদ কক্স ২৭/০১/২০১৫
    লিখা প্রকাশ করার জন্য বস কে অসংখ্য ধন্যবাদ ......।
    এবঙ সবাই কে সালাম...... ও শুভেচ্ছা ...।।
 
Quantcast