www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মস্তিষ্ক বিভ্রান্ত

তুমি কি একুশের গান শুনেছো ?
স্বপ্ন ভাঙ্গা দেখেছো ?
হারিয়ে যাওয়া
পালকের পিছে ছুটেছো ?

তুমি আপনকে হারিয়ে
পথের ধারে
শান্ত চোখে
দুরন্ত গাড়ি কি ধরেছো ?
যদি না ধরো
তবে এই কবিতা
তোমার জন্য নয় !

আমি ব্যর্থ কবিতা লিখচ্ছি
আর হাজারও মুখ খুজঁচ্ছি ।
খুঁজতে – খুঁজতে ___
নিজেকেই কেনও পাচ্ছি ?

তোমার কাজল ধোঁয়া কালি,
দিয়ে,আমার শ্রেষ্ঠ কবিতা লিখবো
তাই,উৎকৃষ্ট শব্দ খুজঁচ্ছি
আর মস্তিষ্ক বিভ্রান্ত হচ্ছে ।
একটি কবিতায়,
কাজলের লাজ থাকবে
আর অশ্রুর ব্যথা সে বুঝবে
গালের আশ্রয়ও সে খুঁজবে
আমি শ্রেষ্ঠ কবিতা লিখবো
আমার,
শ্রেষ্ঠ কবিতাটি লিখবো ।

রচনাকাল : ০২/০৪/২০১৫ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সজীব ১৬/০৭/২০১৬
    valo
  • আনিসা নাসরীন ১৮/০৬/২০১৬
    অনেক সুন্দর
  • ''আমি ব্যর্থ কবিতা লিখছি''
    :::::::: চমৎকার বিদ্রোহী অভিব্যক্তি
    ধন্যবাদ!!!
 
Quantcast