www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্যের ধন

তোমার যা আছে, তা লয়ে খুশি নও তুমি ।
অন‍্যের ধন দেখি ঝরাও, আঁখির বারি।
সে কত সুখী স্বামী ঘর লয়ে,
আমিই ভাগ‍্যহাড়া, সর্বস্তরে কাঁদি,
বিধাতাকে দোষী ।

মুখের হাসিই কি সুখ?
এতো লোক দেখানোর ইঙ্গিত,
শুভেচ্ছার ভাষা ।
নিজেকে মিথ্যে বলে, "আমি ভাল আছি "।
এই শুনিয়া তুমি হলে অসুখী ।
হায়্ - হায়্ একি দশা?
ধরনীর বুকে আমি এক সর্বনাশা ।
মুখের হাসি সুখ নহে, চোখ জানে, মন জানে।

হাসিতো শুধু লুকাতে জানে,
ছলনা করে পরক্ষনে ।
ভাবিয়া দেখ : পরের হাসি দেখি,
তুমি কত অসুখী ?
নিজে যা পেয়েছি তা সর্ব নিকৃষ্ট।
অন‍্যের হাতে মানিক রতন।
ওরে অবোধ ;
এ দুঃখের দানে কেউ সুখী নয়।
আপনাকে আগলে ধরে,
সুখ খোঁজ তুই নিজের মাঝে ।
বিন্দুতে সিন্দু খোঁজো,
সাগরের রতন খুঁজিতে,
ডুব দিও না অতল গভীরে ।
অতল তোমায় গ্রাস করিবে ;
তখন বুঝিবে, তুমি কত সুখী ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ মুলুক আহমেদ ২৫/১১/২০১৫
    অসাধারণ!
    বুঝার মত একটি কবিতা|
  • অসাধারণ ভাব মন্ডিত্যে পূর্ণ এ কবিতাটি।
    খুব ভাল লাগলো।
    ঝড়াও>ঝরাও
    আখি>আঁখি
    সুখি>সুখী
    মিথে্য>মিথ্যে
    খোজে >খোঁজে
    দেখে নিন।
    ধন্যবাদ
  • হাসান কাবীর ২১/১১/২০১৫
    চমৎকার।
  • নির্ঝর ২০/১১/২০১৫
    ভাল হয়েছে
 
Quantcast