www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লেখালেখি

অবসর সময়ে বা কাজের ভিড়ে
কেনও লেখি অামি
একা অানমনে ।
অামিতো সাহিত্যিক নই,
নই কোনো কবি।
না পেশা অামার লেখালেখি ।
তবে লেখি কেনও অামি !
একি শুধুই বারাবারি ?
(*কে যেনও অামার প্রশ্নের উত্তর দিলো!!! )

যারা বলতে পারে না প্রাণের কথা
মুখ দিয়ে উচ্চারণ করে !
তারা কলম হাতে নেয় তুলে
তারা বোঝে না,
কোন দারিতে পৃথিবী চলে
কিসে তার মায়া !
মনের তাপসে,
শুধু লিখে যায় চলে।

হঠাৎ, করে যদি মিলে যায়
দু'টি অায়াত(লাইন) তা
লেখার জন্য খুঁজি কলম-পাতা।

অামিতো নই অাধ শ্রীজ্ঞ
অতি নগণ্য একটি বৃক্ষ।
পরাণ মাঝে হাতটি রেখে
ভালবেসো, মোর সৃষ্টিকে
নহে অামারে গো
নহে অামারে ।

রচনাকাল :০৫/০৩/২০১০ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শমসের শেখ ০৯/১০/২০১৫
    ভালো লিখেছেন, লিখতে লিখতে কবিতা হয় কবিতাই মানুষকে কবি বানায়।
  • আরও চেষ্টা চালাতে হবে।তবুও দারুন।
    ধন্যবাদ কবিবন্ধু।
  • ঋজু কবি ০৭/১০/২০১৫
    বেশ দারুন কবিতাখানা । মনে দোলা দিয়ে যায় ।
  • বেশ লাগলো ।।
  • নির্ঝর ০৬/১০/২০১৫
    অসাধারণ লেখা এগিয়ে যান...
  • রাশেদ খাঁন ০৬/১০/২০১৫
    ভালো
  • প্রথমে বলতে বাধ্য হচ্ছি , বানান ও ভাষা শুদ্ধ করুন। ভালো কবিতা পড়ুন , দেখুন কি লেখা হয়েছে বা হচ্ছে। কবিতার কিছু বৈশিষ্ট আছে , ছন্দ, ভাব , ভাষা। কবি নীরেন্দ্র নাথ চক্রবর্তীর কবিতার ক্লাস পড়ে নেবেন।
    • অনেক ধন্যবাদ জনাব। অামি কবিতার একজন নগণ্য ছাত্র, চেষ্টা করে যাচ্ছি মাত্র। ভুলগুলোর জন্য দুঃখিত। অামার প্রত্যেকটি কবিতায় অাপনার সুদৃষ্টি কামনা করছি ।
 
Quantcast