www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রঙ্গের বাজার

রঙ্গের বাজারে, ঢঙ্গের মেলা বসেছে
মায়-ঝিয়েরা যাওয়ার জন্য
বায়না ধরেছে!
অায় কে যাবি ।।
হাওয়াই গাড়ী চরে
নতুন জামা অায় পরে অায়
যাবো নতুন ঘরে ।

এই কথা শুনিয়া মায়- ঝি,
ঘরে দিলো খিল !
এই কিরে তোর ভালবাসা
ছলনারই রঙ্গে ?
শেষকালেও করলি ছলনা !
ওরে মায়াবতী ।
পরাণ যায়,জ্বলে যায়রে
শেষ দেখা কি দেখবি ?

জানি,
অামার মেলায়, অামিই যাবো
কাউরে না সঙ্গে নেবো ।
বায়স্কোপ দেখিতে চাইলে
পশ্চিমে ঝুঁইকো
মন অামার পশ্চিমে ঝুঁইকো ।
[গীতিকাব্য ]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দ্বীপ সরকার ১৩/০৯/২০১৫
    খুব ভালো লাগলো।
 
Quantcast