শান্তা আমার সহপাঠী
    তুমি আমার সহপাঠী
তুমি আমার বন্ধু
তোমার আমার ভালোবাসা।
হবে না'কো মন্দ।
তুমি আমার পাশে ছিলে
দুঃখ ভারা দিনে।
আমিও থাকবো পাশে
তোমার দুর্দিনে।
শান্তা তোমার মনের ভাষা
তোমার মনের যত আশা
পূরণ হবে সফলভাবে।
দোয়া করি আমি তোমায়
যেন তোমার দেখা স্বপ্নগুলো
সত্যি হয়ে যায়।
তুমি আমার বন্ধু
তোমার আমার ভালোবাসা।
হবে না'কো মন্দ।
তুমি আমার পাশে ছিলে
দুঃখ ভারা দিনে।
আমিও থাকবো পাশে
তোমার দুর্দিনে।
শান্তা তোমার মনের ভাষা
তোমার মনের যত আশা
পূরণ হবে সফলভাবে।
দোয়া করি আমি তোমায়
যেন তোমার দেখা স্বপ্নগুলো
সত্যি হয়ে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        অভিজিৎ হালদার ১১/১১/২০২১ভালো অনুভব।শান্তা কে হয় আপনার?
 - 
        জামাল উদ্দিন জীবন ১১/১১/২০২১বেশ
 - 
        ফয়জুল মহী ১০/১১/২০২১চমৎকার ভাবনার প্রকাশ ।
 
