www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক ফোটা অস্রুর খোজে

এক ফোটা অস্রুর খোজে
---মোঃ রেজাউল করিম

জ্যোস্না রাতে খোলা আকাশের
নিচে কখনো বসে তুমি,
জ্যোস্নার সৌন্দর্য দেখেছো কী !!
যদি দেখতে চাও, তবে যাও যাও
এক ফোটা অস্রুর খোজে !!

গভীর নিশীতে, ব্যস্ত কোন নদীর
পাশে বসে,নদীর কলকল ধ্বনি
শুনেছ কী !! যদি শুনতে চাও,
তবে যাও যাও,এক ফোটা অস্রুর খোজে !!

কখনো সনধ্যা বেলা,কোলাহলপূর্ণ
পৃথিবীর বিলীন হয়ে যাবার দৃশ্য
দেখেছ কী !! যদি দেখতে চাও !!
তবে যাও যাও, এক ফোটা অস্রুর খোজে ।

শীতের সকালে, কুয়াশাতে মোড়ানো,
শিশির ভেজা ঘাস,যে সৌন্দর্য করে সৃষ্টি,
একবার কি দেখেছ মেলে ঐ দৃষ্টি !!
যদি দেখতে চাও !! তবে যাও, যাও !!
এক ফোটা অস্রুর খোজে !!!

আমার প্রতিটি অস্রু ফোটা লেগে আছে,
সৌন্দর্যমন্ডিত পৃথিবীর প্রতিটি ক্ষণে ।
শত-সহস্র বছর থাকবে, ব্যস্ত পথিক
দেখে ভাববে, এসেছিল কেউ এখানে,
শুধুই এক ফোটা অস্রু ঝরাতে !!!

রচনাকাল:- 08/10/2014
রাত:- 01:30 মিনিট
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পিয়ালী দত্ত ২৩/১০/২০১৪
    অসাধারন
  • দুর্দান্ত ভাবনায় চমৎকার উপস্থাপনা।
  • অনিরুদ্ধ বুলবুল ২৩/১০/২০১৪
    নির্বাক কবি, যখন কবিতাভক্তদের সামনে সবাক হবেন তখন শব্দগুলোকে একটু ধুয়ে-মোছে সাফ-সূতরো করে হাজির হবেন।

    লেখা ভাল হওয়া এক জিনিস আর বানানের শুদ্ধতা এক জিনিস। আপনার ভাবকে ঠিকমত প্রকাশ করতে বানানের শুদ্ধতার বিকল্প নেই। যেকোন লেখা পোস্ট দেয়ার আগে বানানগুলো ভালভাবে দেখে নিবেন। শব্দ বিন্যাসেও আপনার মনের ভাবটা ঠিকমত প্রকাশ পেল কি না তাও দেখে নিবেন। তাতে দেখবেন ভুলের সংখ্যা বেশ কমে গেছে। ভাব ও বক্তব্যে লেখাটা আরো স্পষ্ট হয়ে উঠেছে।

    কিছু মনে করবেন না।
    প্রচেষ্টা অব্যাহত রাখুন।
    ধন্যবাদ।
    • আমি বুঝতে পেরেছি, আপনি চন্দ্রবিন্দুর কথা বলেছেন । আমি দুঃখিত মোবাইলে টাইপ করার ফলে এটা হয়েছে । মোবাইলে চন্দ্রবিন্দু নেই । তবে আপনার মন্তব্যে আমি আনন্দিত । ধন্যবাদ কবি বন্ধু ।।
      • অনিরুদ্ধ বুলবুল ২৬/১০/২০১৪
        হুমম্, ধরেছেন তো ভালই! 'ফোটা'র চন্দ্রেবিন্দুর জন্য ফোঁটা শুকিয়ে যাবেনা কিন্তু গোড়ায় গলদ; শিরোনামের ৪টি শব্দের তিনটিই বানানই ভুল - 'অস্রু'>অশ্রু, খোজে>খুঁজে, ফোটা>ফোঁটা. এছাড়া আরো আছে; নিশী>নিশি, সনধ্যা>সন্ধ্য দেখে ঠিক করে দিন।
        ভাববেন না আপনাকে জ্ঞান দিচ্ছি, আপনার দোষ ধরে আমিও শিখছি :)
  • অশ্রুর মধ্যে এত্ত কিছু পাওয়া যায়?
 
Quantcast