www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেশপ্রেমের বধ্যভূমিতে দাঁড়িয়ে

কোথায় বলো সে দেশপ্রেম আজ
যার প্রেরণায় নবীন যুবক হয় যোদ্ধা
কোথায় বাস বলো সেই চেতনার
যার মন্ত্রণায় কবির কলম হয় অস্ত্র।


কোথায় খুঁজবো সেই পরশপাথর
যার স্পর্শে খাঁটি হয় গ্লানিদগ্ধ প্রাণ
কোথায় হারিয়ে গেছে সেই পরম বোধ
দেশপ্রেম বলে যাকে করেছি গৌরব।


আজ দেশপ্রেমের বধ্যভূমিতে দাঁড়িয়ে
খেলা করে শুধু হিংসা আর লোভ ,
পরাজিত হয়েছে বুঝি দেশপ্রেম আজ
জনতা মেনেছে স্বার্থের কাছে পরাভব ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বুকের গহীনে থাকা চরম ক্ষোভ কবিতায় উঠে এসেছে। আজ আমাদের দেশপ্রেম শূন্যের কোটায় চলে এসেছে। নিজ স্বার্থের কারণে আমরা বিবেক হীন হয়ে পড়েছি। আমাদের এই অবস্থা থেকেউত্তরণ হহওয়া দরকার।
  • אולי כולנו טועים ১০/১০/২০১৩
    অসাধারণ l

    হতাশ হলে হবেনা কবি।
    দেশের জন্য কাজ করে
    জীবন উত্সর্গ করতে চায়
    এরকম অনেকেই আছে -
    আমরা কবিরাই আছি ll
  • Înšigniã Āvî ১০/১০/২০১৩
    অনবদ্য..........
    সত্যি দেশপ্রেম আজ দেখা যায় না
    • রোদের ছায়া ১০/১০/২০১৩
      অনেক ধন্যবাদ , আর অভিনন্দন আসরের সেরা নির্বাচিত হওয়ায়।
  • অসাধারণ। আসলেই সেই দেশপ্রেম এখন আর কোথাও দেখা যায় না। যেটুকু আছে তাও হলো অধিকার বোধ।
 
Quantcast