www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আকণ্ঠ নিমজ্জন

অর্কিডের শুকনো পাতা
মৃত মুনিয়ার খাঁচা
অযাচিত পড়ে থাকা বালি

দক্ষিণের বারান্দা ঝুল
পাশ ঘেঁষে দেশি কুল
কাঁটাঝাড়ে একমুঠো খালি

তারই মাঝে আজন্ম লুটি
খানিকটা ভেসে উঠি
তারে ঝোলা রংজ্বলা শাড়ী

পেছনে অগাধ জল
অবাধ আলোর ঢল
নিমজ্জনে আহ্বান তারই

নিমজ্জিত হতে চাই
অশান্ত ছুটে যাই
ঘিরে ধরে শত জোড়াতালি

আমারে ভাসায় কেউ
উন্মনা জল ঢেউ
শুন্যতায় আকণ্ঠ ডুবি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৩

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ১৯/০৯/২০১৩
    অসাধারণ.......
    ভীষণ ভাবে মনে পড়ে গেল "... অকুল দরিয়ায় বুঝি কোনও কুল নাই রে "
  • বিশ্বজিৎ বণিক ১৭/০৯/২০১৩
    শূন্যতায় আকণ্ঠ ডুবি ......খুব সুন্দর।
  • ভাল লাগল
  • সুন্দর ছন্দ।
  • ইব্রাহীম রাসেল ১৬/০৯/২০১৩
    --ভালো লিখেছেন--
  • গাজী তারেক আজিজ ১৬/০৯/২০১৩
    কবিতা ভালো লেগেছে
 
Quantcast