বেকারত্বের জ্বালা
    কয়েক বছর হলো রাহুল বি.এ পাস করেছে। বয়সও নেহাত কম হলো না। এতদিনে একটি চাকরি পেয়ে যাওয়া উচিত ছিল। সপ্না তো কবেই ছেড়ে গেছে। ছেড়ে গেছে কি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
বেকার ছেলের সাথে কেইবা থাকতে চাই।
গ্রামের কিছু লোক সহানুভূতি দেখিয়ে তাদের ছেলেমেয়েকে টিউশন পড়াতে দিয়েছে। আর অন্যরা কিছু টাকার বিনিময়ে তাদের দৈনন্দিন কাজ গুলি বলদ গরুর মতন করিয়ে নিচ্ছে।
হায়রে বেকারত্বের কি জ্বালা এটা স্বয়ং রাহুল আর ঈশ্বরই জানেন।
বেকার ছেলের সাথে কেইবা থাকতে চাই।
গ্রামের কিছু লোক সহানুভূতি দেখিয়ে তাদের ছেলেমেয়েকে টিউশন পড়াতে দিয়েছে। আর অন্যরা কিছু টাকার বিনিময়ে তাদের দৈনন্দিন কাজ গুলি বলদ গরুর মতন করিয়ে নিচ্ছে।
হায়রে বেকারত্বের কি জ্বালা এটা স্বয়ং রাহুল আর ঈশ্বরই জানেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সাইকান ০৯/০৭/২০১৯ভালো লেগেছে!
- 
        নাসরীন আক্তার রুবি ২৩/০৫/২০১৯চমৎকার লাগলো ছোট লেখাটি।
- 
        মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০৪/২০১৯ভাল
- 
        সাইয়িদ রফিকুল হক ১৫/০৪/২০১৯নিয়তী!


