নীল শাড়ি
তুমি বলে ছিলে আসবে
হাজারটা ফোটা সদ্য পদ্য নিয়ে
আমি দুয়ারে দারায়ে
প্রহর গুনছি আজও।
তুমি বলে ছিলে আসবে
এক রাশ ফুটন্ত হাসি নিয়ে
আমি তারার পানে চাহিনী
তোমার হাসির তারা কুড়াবো বলে।
তুমি বলে ছিলে আসবে
সেই নীল শাড়িটি পড়ে
আমি ঘাসের বানানো নূপুর
পড়িয়ে দিবো তোমার পায়ে।
তুমি বলে ছিলে আসবে
আমার ভালোবাসার অন্তজালের টানে
আমি প্রতিক্ষায় ছিলাম
চাহিনী ফিরে অন্য নারীর পানে।
**********★★***********
রাকিব ইমতিয়াজ
নিজ বাস ভবন
ভোলাকোট, রামগন্জ, লক্ষীপুর।
হাজারটা ফোটা সদ্য পদ্য নিয়ে
আমি দুয়ারে দারায়ে
প্রহর গুনছি আজও।
তুমি বলে ছিলে আসবে
এক রাশ ফুটন্ত হাসি নিয়ে
আমি তারার পানে চাহিনী
তোমার হাসির তারা কুড়াবো বলে।
তুমি বলে ছিলে আসবে
সেই নীল শাড়িটি পড়ে
আমি ঘাসের বানানো নূপুর
পড়িয়ে দিবো তোমার পায়ে।
তুমি বলে ছিলে আসবে
আমার ভালোবাসার অন্তজালের টানে
আমি প্রতিক্ষায় ছিলাম
চাহিনী ফিরে অন্য নারীর পানে।
**********★★***********
রাকিব ইমতিয়াজ
নিজ বাস ভবন
ভোলাকোট, রামগন্জ, লক্ষীপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমীন রুহুল ০৪/০৯/২০১৮খুব ভাল লাগলো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৯/২০১৮অতুলনীয়
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৯/২০১৮বেশ তো!
-
আরমান আলী বাবু ০৩/০৯/২০১৮অদ্ভুত
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০৯/২০১৮ভাল হয়েছে।
আরো সমৃদ্ধ হোক লেখনি।
বেশি বেশি অন্যের লেখা পড়ুন। ধন্যবাদ।
