www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জরিনা ও কুদ্দুসের প্রণয় কাহিনী-১(কাব্য)

জরিনা ও কুদ্দুস দুজনেই পড়শী
জরিনা দেখার আশায় পুকুরে কুদ্দুস বাইত বড়শী
জরিনা কুদ্দুসকে দেখার জন্যই প্রতিদিন যেতো ঘাটে
এভাবেই বেশকছর কাটে।
হঠাৎ জরিনা ছেড়েছে ঘর

জরিনা আর কুদ্দুসের মুখেই শুনুন কি হয়েছে তার পর।

জরিনাঃ
হৃদয়ের টানে ছেড়েছি বাড়ী, ছেড়েছি ঘর
আপন যারা ছিল, তাদের করেছি পর।
তুমিই আমার জান প্রাণ, তুমিই আমার বর
তোমাকে নিয়েই আজ সাজাবো বাসর।

কুদ্দুসঃ
চাল নেই চুলা নেই,নেই বাসন কোশন খাট
গরু নেই জমি নেই,ব্যাংক ব্যালান্স নেই পকেট গড়ের মাঠ।
কি দেবে খেতে তোমায়, কি দেবো পড়তে
আমার সাথে বাঁধলে জীবন,তোমার হবে মরতে ।

জরিনাঃ
চাইনা আমি পড়ার কিছু, চাইনা আমি খেতে
মরতে রাজি আছি, তবু চাইনা ফিরে যেতে ।
তোমার গায়ে বল আছে, আমার গায়েও তাই
দুজন মিলে কষ্ট করলে,ভাতের অভাব নাই ।

কুদ্দুসঃ
সত্যিই তুমি লক্ষ্মী আমার,বুদ্ধিমতি জরিনা
তুমি পাশে থাকলে, আমি সংসারে ভয় করিনা ।

জরিনা ও কুদ্দুস বাঁধলো সুখের ঘর
কি হয়েছে,তাদের মুখেই শুনতে পারবেন বছর খানেক পর।
(জরিনা ও কুদ্দুসের প্রণয় কাহিনী-২ এ)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ১৪/১১/২০১৩
    বেশ.....
  • আরজু নাসরিন পনি ১৪/১১/২০১৩
    আররে জোশ তো !

    দারুণ ! দারুণ !!
    পরের শো থুক্কু পরের পর্ব জলদি চাই ।।
    • রাখাল ১৪/১১/২০১৩
      কেন বলেন জোশ, যদি হারায় আমি হুশ
      আগামী পর্ব নয়, পাবেন তবে তুষ!
  • suman ১৪/১১/২০১৩
    মনে হচ্ছে বিখ্যাত কোনো লোকসাহিত্য পড়ছি...
    • রাখাল ১৪/১১/২০১৩
      বিখ্যাত নয় তবে, বলতে পারেন এযুগের মমিসিঙ্গা পোলার রচিত ময়মনসিংহ গীতিকা ।
      • suman ১৪/১১/২০১৩
        ও তাহলে গ্রেট ময়মনসিংহ ...বাহ বেশ...
  • Înšigniã Āvî ১৪/১১/২০১৩
    অসাধারণ
 
Quantcast