www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মশা জোঁক ও আমি

মশা ক্ষুদ্র এক পতঙ্গ
যা কানের কাছে অবিরত ভন ভন করে ।
জোঁক ক্ষুদ্র এক জলজ জীব
যা কেবল পেছনে লেগে থাকে ।

আমিও মশার মত
তোমার কানের কাছে ভন ভন করি
জোঁকের মতো তোমার পেছনে লেগে থাকি ।

অথচ  মশা ও জোঁকের মত
তুমি নির্বিচারে আমাকে মারোনি  ।
থাকো নির্বিকার ।

আমি আর মশা ও জোঁক হয়ে
ভন ভন করবোনা তোমার কানের কাছে
কিংবা লেগে থাকবোনা তোমার পেছনে ।

তুমি সুখে থাকো,শান্তিতে থাকো
তোমার মতো করে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ১৩/১১/২০১৩
    বাঃ, ভাল লাগলো বেশ।
  • দীপঙ্কর বেরা ১৩/১১/২০১৩
    বাহ বাহ । বেশ লেখা তো ।
 
Quantcast