www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমকালীন অনুকাব্য -পাত্র(আমি)

(১)
নিজের কথা যায়না বলা
করে ভীষণ লাজ ।
পাত্রীর কথা বলেছি আগে
আমারটা বলি আজ ।

(২)
পাত্র আমি বেজায় ভালো
গর্ব করি নিজে ।
আপনারাতো সবই জানেন
বলবো আর কী যে ।

(৩)
ভালো লাগে জরিনা
ভালোলাগে বিলকিসও ।
ফেসবুকে চ্যাট করি
মোবাইলে করি ফিসফিসও ।

(৪)
রাত জেগে কথা বলবে
আমি করবো চ্যাটিং ।
ও দিনে ঘুমাবে
করবো আমি ডেটিং ।

(৫)
থাকবে জরিনা ও বিলকিসও
চলবে ডেটিং, চ্যাটিং, ফিসফিসও ।
আমার কাছে মানবে হার, ইবলিশও
মানবে হার, ইবলিশও ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রোদের ছায়া ১১/১১/২০১৩
    শুনিয়া পাত্রের গুনাগুন
    ভেজালের দুনিয়াতে
    হয়ে যাই খুন ।
    • রাখাল ১১/১১/২০১৩
      পাত্র আর পাত্রী দু'জনের গুণের নাই শেষ
      এদের ভেজালে কি যায় আসে, ভেজাল সারাদেশ ।
  • ইসমাত ইয়াসমিন ১১/১১/২০১৩
    ভাই একজনের সাথেই ডেটিং করেন, ওতে শান্তি আছে। শুভকামনা রইল।
    • রাখাল ১১/১১/২০১৩
      আপু ইয়াসমিন,
      একজনের সাথে ডেটিংয়ের শান্তি, চলে গেছে সেদিন ।
      • ইসমাত ইয়াসমিন ১১/১১/২০১৩
        এই , এ কি বলে, তোমরাই যদি এরকম কর তাহলে চলবে কি করে।
  • যেমন পাত্রী তেমন পাত্র। :p
    • রাখাল ১১/১১/২০১৩
      সমানে সমান না হলে কী আর চলে ।
  • সুলতান মাহমুদ ১০/১১/২০১৩
    পাত্রের জন্য পাত্রি খুজবো নাকি
    • রাখাল ১০/১১/২০১৩
      পাত্রী পেয়েইতো এই সমকালীন অনুকাব্য । আগের পোষ্ট দেখলেই পাত্রীর খোঁজ পাবেন ।
  • দারুণ হয়েছে। খুবই ভালো লাগলো।
 
Quantcast