www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যাকরণে পড়েছি

বাংলা ব্যাকরণে পড়েছি
যে নারীর হাসি সুন্দর
সে নারী সুহাসিনী ।
যে নারীর কথা সুন্দর
সে নারী সুভাষিনী ।

শব্দ দু‍"টির শাব্দিক অর্থ বুঝলেও
বুঝিনি মর্মার্থ;
কৈশোর পেরিয়ে মধ্য যৌবনে এসেও
পায়নি কোন সুহাসিনী-সুভাষিনীর দেখা ।

আজ এই প্রথম তোমার হাসিতে
আর কথাতেই পেলাম
সেই সুহাসিনী আর সুভাষিনীর দেখা,
বুঝলাম মর্মার্থ;

যে নারীর হাসির দ্যুতি
পুলকের ঢেউ তুলে
কোন যুবকের হৃদয়ে
সেইতো সুহাসিনী ।
যে নারীর কথার মাধুর্যতা
দাগ কাটে কোন যুবকের হৃদয়ে
সেইতো সুভাষিনী ।

বাংলা ব্যাকরণে পড়েছি
আর আজ তোমার হাসি আর কথাতেই বুঝলাম
শব্দ দুটির মর্মার্থ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ১৩/১১/২০১৩
    (২)
    সব রাখালি যদি এমনি কাটে রাখালের ঘর
    কত রাখালী আসবে যাবে, করবেন কত পর?
    • রাখাল ১৩/১১/২০১৩
      রাখাল ঘাস কাটে, ভাঙ্গেনা কাটেনা কারো ঘর
      রাখালীরা নিজেই ভাঙ্গে, বড়ই স্বার্থপর!
      • জহির রহমান ১৩/১১/২০১৩
        তবে হতে চান কেন রাখালীদের মাঝে পপুলার
        তাদের নিয়ে কেন করতে চান জীবন পার?
        • রাখাল ১৩/১১/২০১৩
          আমি রাখাল, থাকে খেয়াল, রাখালীরা আজ বিলাসী
          নিজেরা যে রাখালী ভুলে যায়,
          ক্লাশই
          তাইতো ভাই, মাঝে মাঝে
          ধরি আমি ভাব
          আমি রাখাল নই,
          যেনো বিলেতি কোন সাব ।
          সমানে সমান না হলে কি চলে
          ভালোবাসার দাম নেই
          ওরা ভুলে যে আজ ছলে ।
  • জহির রহমান ০৯/১১/২০১৩
    এতদিন কোথায় ছিলেন?
    • রাখাল ০৯/১১/২০১৩
      সোজন বাদিয়ার ঘাট দিয়ে নকশীকাঁথার মাঠে
      আমার জন্য যেখানে রাখালীর প্রতীক্ষায় দিনকাটে ।
      • জহির রহমান ১১/১১/২০১৩
        বলেন কি!
        রাখালী পেয়েছেন কবে?
        করেন কি!
        আপন করেন যেন সে না যায় সরে!
        • রাখাল ১২/১১/২০১৩
          রাখালীকে বলেছি, বিয়ে তাকে করবো
          রাখালী বলেছে, "এনালগকে বিয়ে কি মরবো?"
          আমায় না কী করলে বিয়ে সে না কী মরবে
          বলুনতো, আমার সংসারটা কে তবে গড়বে ।
          • জহির রহমান ১২/১১/২০১৩
            এইতো বললেন নকশী কাঁথার মাঠে
            আপনার জন্য রাখালীর প্রতিক্ষায় দিন কাটে?
            তবে দিলেন তথ্য ভুল
            নাকি ছিলেন প্রেমেতে মশগুল!
            • রাখাল ১২/১১/২০১৩
              বিশ্বাসের ঘরে কেটেছে সে সিঁদ
              যা ভেবেছি, যার সবই বিপরীত ।
              • জহির রহমান ১২/১১/২০১৩
                আপনিতো এমন নন, মেপে বাড়ান পা
                তবে কে এমন হলো, মনে পেলেন ঘা?
                • রাখাল ১২/১১/২০১৩
                  ঘা সমস্যা নেই, আছে বাংলা মলম
                  সব সমস্যার সমাধান হবে, ডিজিটালকে লিখলে দু'কলম ।
                  • জহির রহমান ১২/১১/২০১৩
                    (২)
                    তাড়াতাড়ি করে ফেলেন সমাধান
                    নয়তো হতে পারে দিতে এর প্রতিদান!
                    ভুলতে পারে রাখালী রাখালের অবদান
                    এতে বাজতে পারে রাখালের মনে বিরহী গান!
                    • রাখাল ১৩/১১/২০১৩
                      এক রাখালী চলে গেলে আসবো কতো আরো
                      অনেকেদের টানাটানিতে হবো আমি হিরো ।
  • আরজু নাসরিন পনি ০৮/১১/২০১৩
    হাহা
    ব্যাকরণ বুঝতে একটু বেশি সময় লাগলেও খুব বাস্তাবিকভাবে বোঝাটায় ব্যাকরণ নিজেই সার্থক ।

    পড়তে পড়তে একটু লাল হচ্ছিলাম...হাহাহাহা
    • রাখাল ০৯/১১/২০১৩
      সবই বুঝলাম আপনার কথাতে
      লাল হচ্ছিলেন কেন, ঢুকলোনা মাথাতে ।
      • আরজু নাসরিন পনি ০৯/১১/২০১৩
        হাহা
        মাথায় ঢুকতে হবে না
        সবকিছু সম্ভব না জানা
        • রাখাল ১০/১১/২০১৩
          খেলতে খেলতে যদি খেলোয়াড় হয়
          জানতে জানতে জানোয়ার
          তবে আমি জানতে চাইনা কিছু আর!
  • ওয়াহিদ ০৭/১১/২০১৩
    awsm......keeeep ittt up :)
  • মহিউদ্দিন হেলাল ০৭/১১/২০১৩
    ভাল :)
  • মীর শওকত ০৭/১১/২০১৩
    সুন্দর প্রকাশ ভঙ্গি ।বেশ লাগল । সুস্থ থাকুন ।
  • অসাধারন ! চমৎকার কবিতা হয়েছে রাখাল বালক
  • ইসমাত ইয়াসমিন ০৭/১১/২০১৩
    ভাল লাগ্ল...সুন্দর বলেছেন।
  • জহির রহমান ০৭/১১/২০১৩
    অসাধারণ!
  • সুন্দর বলেছেন।
 
Quantcast