www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমকালীন অনুকাব্য আপা ও ভাবী

(১)
আপাও রাইট
ভাবীও রাইট
চেয়ার নিয়ে তাই
হচ্ছে ফাইট ।

(২)
ক্ষমতারে ক্ষমতা
তোর প্রতি মমতা
ভাবী নিবে কেড়ে
আপা কী দেবে ছেড়ে ।

(৩)
আপার কিছু যায় আসেনা
যায় আসেনা ভাবীর
কোন পরোয়া নেই
আমজনতার দাবীর ।

(৪)
আপার কাছে বিধান আছে
ভাবীর আছে কী
একজনে তাই জ্বালে আগুন
আরেকজনে ঢালে ঘি ।

(৫)
বয়স বেড়েছে
স্মৃতি গেছে কমে
নেপথ্য মুচকি হাসে
১/১১ এর যমে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ৩০/১০/২০১৩
    দারূণ হয়েছে! মজায় মজায় সিরিয়াস কথা!!
  • ওয়াও সত্যিই চমৎকার সেই সাথে মজাদার.।
  • Înšigniã Āvî ৩০/১০/২০১৩
    খুব দারুন
  • রোদের ছায়া ৩০/১০/২০১৩
    ডালে ঘি = ঢালে ঘি । জমে= যমে । আমার মনে হয় শব্দগুল এমন হবে ।
    অনুকাব্য খুব ভালো হয়েছে ।
  • রাখাল ৩০/১০/২০১৩
    এভাবে বলতে নেই ভাই ।
  • আরজু নাসরিন পনি ৩০/১০/২০১৩
    ওররে !
    দারুণ ছড়া সব ।

    শেষে এসেতো ভয় ধরিয়ে দিলেন !
    শুভেচ্ছা রইল, রাখাল ।।
 
Quantcast