www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমকালীন অনুকাব্য

(১)

আমি নই ডিগবাজ

নই আমি আমলা

আমি এক সাধারণ

খেটে খাওয়া কামলা ।


(২)

কী বলি, কী করি

পাইনা দিস।

বলিনা নৌকা

করিনা শীষ ।


(৩)
পিকেটার মার দেয়
মার দেয় পুলিশে!
দেশটা ভরে গেছে
অসভ্য আর ফুলিশে!

(৪)
বেরিয়ে রাস্তায়
আমি শুধু পস্তাই!
কেন আমি সাধারণ
খাই মার অকারণ?

(৫)
আছো নাকি কোন ভাই
সামনে আগাবে
বর্বর জালিমদের
পেদিয়ে ভাগাবে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩
    ওয়াও, রাখাল !
    ফাটাফাটি !

    সত্যিই ছড়াগুলো খুব উপভোগ্য হয়েছে ।

    আচ্ছা (২) নম্বরে

    কি বলি, কি করি
    পাইনা দিস ।

    "এখানে কী বলি, কী করি
    পাইনা দিশ ।"
    এমন হবে মনে হচ্ছে ।
    'কি' দিয়ে সাধারণত জবাবটা 'হ্যাঁ' অথবা আমার 'না' সূঁচক হয় ।
    আমার "বানান সতর্কতা" পোস্টটা দেখলে কৃতজ্ঞ থাকবো ।

    আর (৫) নম্বরে
    পেদিয়ে 'বাগাবে'...এখানে 'ভাগাবে' হবে কি ?

    সকাল সকাল মজার ছড়াগুলো পড়ে মনটাই ফুরফুরে হয়ে গেল ।
    অনেক অভিনন্দন রইল ।
    চালিয়ে যান মজার প্রতিবাদী লেখা ।
    • রাখাল ২৯/১০/২০১৩
      ধন্যবাদ, আপনার সুন্দর পরামর্শের জন্য । আমি সংশোধন করে নিচ্ছি ।
  • আহমাদ সাজিদ ২৮/১০/২০১৩
    পেদিয়ে ভাগাবে......
    অবশ্যই ওদের পেদিয়ে ভাগাতে হবে। পাশে আছি....
  • বাহ্, দারুন ছন্দময় ছড়া। ধন্যবাদ রইল।
  • রাখাল ২৮/১০/২০১৩
    হরতালের তালের সাথে তাল মিলাতে পারিনি, কিশোরগঞ্জ যাওয়া হয়নি । হোসেনপুর সুন্দরবন বন্ধ ।
  • জহির রহমান ২৮/১০/২০১৩
    ভালো লিখছেন।
    পত্রিকা কি পেয়েছেন? জানালেন না তো!
 
Quantcast