তুমি আসোনি বলে
    তুমি আসোনি বলে অভিমানে চাঁদ লুকায়; 
মেঘের আড়ালে
জোনাকীর দল করেনা খেলা,
অন্ধকারে।
তুমি আসোনি বলে রাতের ডাহুক কাঁদে অবিরাম;
শেফালী বনে ঝরা শেফালী কাঁদে নিরবে।
শুধু তুমি আসোনি বলে আমি পথ হাঁটি,
ছূটে যাই দিগন্ত থেকে দিগন্তে লক্ষ্যহীন,
ক্লান্তিতে যখন চোখ বুজি স্বপ্নেরা
দলবেঁধে আমায় করে উপহাস।
তুমি আসোনি বলে রাখাল বালকের
অভিমানি বাঁশী সুর তোলে না;
উন্মাতাল হাওয়া দোলা দেয় না কাশবনে।
তুমি আসোনি বলে ;
কেঁদে যায় আমার হৃদয়
অবিশ্রান্ত ধারায়।
মেঘের আড়ালে
জোনাকীর দল করেনা খেলা,
অন্ধকারে।
তুমি আসোনি বলে রাতের ডাহুক কাঁদে অবিরাম;
শেফালী বনে ঝরা শেফালী কাঁদে নিরবে।
শুধু তুমি আসোনি বলে আমি পথ হাঁটি,
ছূটে যাই দিগন্ত থেকে দিগন্তে লক্ষ্যহীন,
ক্লান্তিতে যখন চোখ বুজি স্বপ্নেরা
দলবেঁধে আমায় করে উপহাস।
তুমি আসোনি বলে রাখাল বালকের
অভিমানি বাঁশী সুর তোলে না;
উন্মাতাল হাওয়া দোলা দেয় না কাশবনে।
তুমি আসোনি বলে ;
কেঁদে যায় আমার হৃদয়
অবিশ্রান্ত ধারায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সহিদুল হক ২৪/০৭/২০১৪ভাল লাগলো বিষাদ-মাখা কবিতাখানি।
- 
        কবি মোঃ ইকবাল ২৩/০৭/২০১৪চমৎকার ভাবনার লিখনী।
- 
        পিয়ালী দত্ত ২৩/০৭/২০১৪ভাল লাগা রইল...
- 
        অনিক সেনগুপ্ত ২৩/০৭/২০১৪কবিতাটি পড়ে অনেক কষ্ট পেয়েছি !!!


