www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এখনও আমি

একদিন শেষ রাতে জানালার কার্নিশে;
উকি দেয় এক চিলতে জোছনা।
একদিন ক্লান্ত দুপুরে গাছের ছায়ায় দেখেছিলাম;
বিমর্ষ এক ভালবাসার মৃত‌্যু।
একদিন সন্ধ্যের আলো আধারিতে চেয়েছিলাম;
একটু পরশ-কিছুটা উষ্ণতা।
একদিন নেতিয়ে পড়া গোলাপের চারায় ফুঁটে উঠেছিল একটি কুড়ি,
একদিন সিগারেটের ধোয়ায় দেখেছিলাম,
আমার অভিশপ্ত দিনের সূত্রপাত।
একদিন রাস্তার ধারের জীর্ণ কিশোরের গায়ে
জড়িয়েছিলাম একটি শীতের চাঁদর;
আমার কাছে এই ভালবাসা।

একদিন চোর হয়ে চুরি করিছি মায়ের বিশ্বাস!
ছিনিয়ে নিয়েছি বাবার শাসনের অধিকার!
একদিন খুব শক্ত করে চেঁপে ধরেছিলাম;
স্নেহ নামের অনুভূতির টুটি !
একদিন দুমড়ে মুচড়ে নষ্ট করেছিলাম
সম্ভাবনাগুলোকে, ছুঁড়ে ফেলেছিলাম;
নোংরা ডাস্টবিনের সাফল্যের স্বর্ণালী সূর্য্যটিকে
একদিন কষে চর দিয়েছিলাম সততার গালে;
একদিন হতাশার সমুদ্র ভাসিয়েছিলাম
বিলাসিতার ডিঙ্গি।
হ্যাঁ-
এমনই ছিলাম আমি
হয়তো বা এখনও।

২১.০২.২০০৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মল্লিকা রায় ১৭/০৬/২০১৪
    বাহ্ চমত্কার লাগলো কবিতা,শুভেচ্ছা জানিয়ে গেলাম কবি।
  • পিয়ালী দত্ত ১৬/০৬/২০১৪
    সত্যিই দারুন।
  • কবি মোঃ ইকবাল ১৬/০৬/২০১৪
    অনন্য ভাবনার একটি চমৎকার লিখনী কবিবর।
    • টি আই রাজন ১৭/০৬/২০১৪
      ধন্যবাদ কবি বন্ধু।
  • রূপক বিধৌত সাধু ১৬/০৬/২০১৪
    দারুণ ভাব বিশ্লেষণ! তবে ভাইয়া, দাড়ি, কমা ও বানানের প্রতি মনোযোগ দিতে হবে। উঁকি, তৃতীয় চরণে দেখেছিলাম এর পর ; হবেনা। আঁধার, ধোঁয়া, । এ ছাড়া বেশ লেগেছে!
  • Subhasis ১৬/০৬/২০১৪
    jai karo tumi bhule jaoh ni tomar anubhab ke , buhule jaoh ni tomar ar kabitar prati bhalo basa ke.
  • আবু সাহেদ সরকার ১৬/০৬/২০১৪
    শব্দ চরণ গুলো কি, দারুন লাগলো।
 
Quantcast