www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি শিকল ছেঁড়া পাখি

আমি শিকল ছেঁড়া পাখি,
মেদিনীর বন্ধন ছিঁন্ন করে,ভূ গোলক ভেদি,
ছুটে চলি নক্ষত্র হতে নক্ষত্রপুঞ্জে।
দু'ডানার ঝড়ো পবনে,
তুলোর মত উড়িয়ে চলি, অন্যায়ের রাজ্য,
নখর থাবায় চিঁড়ে খাই মিথ্যা, মহাপ্রলয়ে,
অবিচার ধ্বংসী উল্কা চ্যূতি হয়ে।
আমার নেত্রে অজস্র তপন,
ঝলসে দিই অহমিকা আর অত্যাচার।
তবুও কিসের ঊর্ণলাভ,
আঁকড়ে ধরেছে আমায় !
কোন গ্রহের গ্রহণে, বিবর্ণ এ মন ?
তবুও অজস্র শিকল ভেদি,
ন্যায়ের তরে করি ডাকাডাকি,
বলে যাই মুক্তমনে,
আমি শিকল ছেঁড়া পাখি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Sundor hoyeche.
  • জয় ২৬/১১/২০১৫
    বেশ
  • মোঃ মুলুক আহমেদ ২৫/১১/২০১৫
    সুন্দর কবিতা
  • হাসান কাবীর ২৫/১১/২০১৫
    অনেক সুন্দর।
 
Quantcast