www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বরং আমায় ভুলেই যাও

অজপাড়া গাঁয়ের কাঁদামাটির ছেলে আমি,
তোমাদের সভ্য সমাজে,
আমি এক জীবন্ত কীট !
আমার গায়ে আজও লেপ্টে আছে,
কৃষকের ঘর্মের ভ্যাপসা দুর্গন্ধ,
শ্রমিকের রৌদ্রে পুঁড়া ত্বক।
আমার আছে মজুরের ফোঁসকা পরা হাত,
বেয়ারার কুঁচকে যাওয়া কাঁধ,
আউল বাউলের জটা কেশ,
অভাবের নুন পান্তার সংসার।
নেই কোর্মা পোলাও,
রাজকীয় ভূষণ,
এখানে জীবন অর্থহীন।
কি দিবো আর তোমায়,
নির্মল একটু ভালবাসা বিনে ?
বরং আমায় ভুলেই যাও,
হয়ত তাতেই তোমার মঙ্গল।
আমি উষর পন্থের সনে,
ধূলিখেলা খেলে, কাটিয়ে দিবো বাকিটা জীবন।
----০----
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ
  • মোঃ মুসা খান ১৯/০৯/২০১৫
    Prem manus ke sotti coker asrute fele dite pare
  • খুবই ভালো কবিতা
  • খুব সুন্দর।
  • কিশোর কারুণিক ১৪/০৯/২০১৫
    চলুক
 
Quantcast