www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গন্তব্য হীন পথে

গন্তব্য হীন পথে চলেছি আমি একা
আমার কোন ঠিকানা নেই কোথাও যাবার

একা একা হেঁটে মাঠে-ঘাঁটে-চড়ে-নদীর কিনারায়
বসে থাকি মাঝে মাঝে ডিংঙ্গি নৌকায়

আমার এ জীবনে পথের কোন শেষ নেই
নেই কোন চাওয়া-পাওয়ার আসা
শুধু হেঁটে চলেছি আমি একা এই দির্ঘ্য পথে

সমুদ্রের শনশনে বাতাশ প্রকৃতির অতি দ্রুত বেগে
বইছিলো আমার কানে শনশনে বাতাসের শব্দ

বাঁশের ভেলায় বৈঠা ছাড়া নদীর মাঝে আমি
উদ্দেশ্য হীন পথে চলেছে ভাটির টানে পানি

পাগলের মত চুল-দাড়ি-গোফ হয়েছে আমার
লাভ কি আমার বলো কেঁটে
কেউ নেই তো আমার একি পথে চলবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Toofun ahmed ০৬/০৬/২০১৪
    ধন্যবাদ .valo laglo
  • পিয়ালী দত্ত ০৪/০৬/২০১৪
    দারুন ভাবনা...
  • অসাধারন লাগলো কবিতা !
    ভালো লাগলো.......
  • মোঃওবায় দুল হক ০৪/০৬/২০১৪
    মোবাইলে বাংলা লিখি
    অনেক অক্ষর সাপোট করেনা,
    তাই কিছু কিছু বানান সঠিক করে লিখতে পারিনা।
    আপনার কবিতা খুব ভালাগে!
    শুভ কামনা রইল।
  • বাহ চমতকার।
  • শূন্য ০৩/০৬/২০১৪
    পড়ে অনেক ভালো লাগলো।
    শুভেচ্ছা নিবেন কবি।
  • কবি মোঃ ইকবাল ০৩/০৬/২০১৪
    চমৎকার লিখনী।
    • এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪
      ধন্যবাদ আপনাকে আমার
      কবিতা পড়ে মন্তব্য করার জন্য।
      দোয়া করবেন আরো কবিতা লিখতে পারি যেনো,
  • জাজাফী ০৩/০৬/২০১৪
    লেখাটা বেশ ভাল লেগেছে।
  • রুমা চৌধুরী ০৩/০৬/২০১৪
    khub sundar kobita. Boitha ar aki banan ta dekhun. BOI THA ar AK I. Shubhechha railo. Khub bhalo kobita parlam.
    • এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪
      বৌঠা-> বৈঠা
      এবার বানানটা ঠিক হইছে?
    • এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪
      ধন্যবাদ আপনাকে আমার কবিতা পড়ে মন্তব্য করার জন্য,,,,
  • এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪
    বানানের ভুল হলে অবশ্যই মন্তব্য করে যানাবেন,,,
 
Quantcast