www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার লিখা চিঠি

নিঝুম রাত পৃথিবীর সকল প্রানীই
নিদ্রাদেবীর
কোলে ঢলে পড়েছে কোথাও কোন
জনমানবের সাড়া নেই শুধু
জেগে আছি আমি একাকী নিংসঞতার
মাঝে বার বার
মনে পড়ে তোমাকে প্রেমের মধুর
মুছনায় ভেসে ওঠে শুধু তোমারি মুখ
খানি। প্রেম
কাকে বলে আমি জানতাম না। কিন্তু
তোমার পাগল মন আমার অবুঝ
মনটাকে প্রেম নামক মায়ার
শব্দটি শিখিয়েছে। যে দিন
তোমার মনের সাথে আমার
কষ্টে ভারাকান্ত মনের স্বাক্ষাৎ
হল, সে দিন থেকে তোমাকে আমার
মনের মনি কোঠরে রেখেছি।
কিন্তু ভীষন দুঃখ হয়, বড় কষ্ট হয়
তুমি আমাকে বুঝলেনা,
তুমি বুঝলে প্রেম সবার
জীবনে আসে সুখের
বাতা নিয়ে কিন্তু চলে যায় এক বুক
জ্বালা দিয়ে। আর তাই
তো জীবনের
বেলা ভূমিতে দাঁড়িয়ে অনেক স্বগ
সুখের সাধ রচনা করতে চাই
তোমাকে নিয়ে।
আমি জানি আমার এ স্বপ্ন সাধ কোন
দিন ও পূরণ হবে না। তবুও শত
জ্বালা যন্তনাকে অপেক্ষা করে ভালোবেসেছি তোমাকে।
নদী যেমন মিশে যেতে চায়
সাগরের নীল নিলিমায় আমিও
তেমনি মিশে যেতে চেয়েছিলাম
তোমার বুকে। আর আজ মনটা তোমার
জন্য সারাক্ষণ শুধু কাঁদে আর বলেঃ এ
বিশাল পৃথিবীতে কারো দূঃখ কষ্ট
কাউকে বোঝানো যায় না,
যদি সে বুঝে না নেয়। আমি কিন্তু
তোমাকে ঠিকই বুঝতে পেরেছি,
কিন্তু খুব কষ্ট হয় তুমি আজও
চিনতে পারলেনা বুঝতে পারলেনা ব্যকুল
হৃদয়ের আকুলতা। থাক
চিনতে পারনি তাইতো অনেক
ভালো। আমার
নন্দিনী তুমি কি শুনতে পাওনা কখনো,
নীরব নিস্তব্ধতা নিঝুম
রাতে সাথীহারা পাখি কাঁদে নির্জনে বসে,
তার কান্না কেউ শুনতে পায়না,
কেউ শুনতে চায়না। মানব জীবন
একটি স্বপ্নপূরী গল্প। আর এ স্বপ্ন
যদি না থাকতো তাহলে পূথিবী মিথ্যে হয়ে যেত।
আর তাই তো পূথিবীর মঞ্চে কত রকম
অভিনয় করে মানুষ। আমার
চিরসাথী তোমাকে যে কি বলে বিদায়
দিবো তা আমার মনের
ভাবান্তরের অসীম। তাই বিদায়
বেলায় শুধু এটুকুই বলতে চাই
তুমি যে ভাবে থাকো যেখানে থাকো সুখে থেকো,
ভালো থেকো, সুন্দর থেকো সব
সময়। কারণ এই
পৃথিবীটা তো তোমাদের
মতো ভাগ্যবান মানুষের জন্য।।
ইতি তোমার অচেনা মানুষ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ০৪/০৫/২০১৪
    আমার খুব ভালো লেগেছে।
  • তিতলি ০৩/০৫/২০১৪
    অসাধারণ
 
Quantcast