ভেঙছি কেটোনা আয়নায়
    ভেঙছি কেটোনা আয়নায় সেও ভেংচাবে
ছায়াকে পা;
দেখো, সেও দেখাবে তোমায়!
নদীকে শাসন করো না কোন ভালবাসার বাঁধে
সে বাঁধন ধুয়ে যাবে!
বন্ধ করো না আকাশ - নয়ন পল্লবে
সে আকাশ নিভে যাবে!
স্বপ্ন মুছে দিও না –
আঁধারে জীবন ছেয়ে যাবে!
ক্লিষ্ট বেদনার অমোঘ বিধানে
জড়িয়ো না তাকে
সে বাঁধন টুটে যাবে!
সময় বেঁধো না তোমার সীমিত ফ্রেমে
কালের স্রোতে সে গড়িয়ে যাবে!
ফুল ফুটাও –
রূপে সৌরভে দেখো; সে তোমায় ভরিয়েই দেবে!
ছায়াকে পা;
দেখো, সেও দেখাবে তোমায়!
নদীকে শাসন করো না কোন ভালবাসার বাঁধে
সে বাঁধন ধুয়ে যাবে!
বন্ধ করো না আকাশ - নয়ন পল্লবে
সে আকাশ নিভে যাবে!
স্বপ্ন মুছে দিও না –
আঁধারে জীবন ছেয়ে যাবে!
ক্লিষ্ট বেদনার অমোঘ বিধানে
জড়িয়ো না তাকে
সে বাঁধন টুটে যাবে!
সময় বেঁধো না তোমার সীমিত ফ্রেমে
কালের স্রোতে সে গড়িয়ে যাবে!
ফুল ফুটাও –
রূপে সৌরভে দেখো; সে তোমায় ভরিয়েই দেবে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সায়েম খান ২৪/১২/২০১৪সত্যিই চমতকার কবিতা।
 - 
        শুভ্র ২৪/১২/২০১৪বাহ বাহ!!
বেশ চমতকার কবিতা । - 
        অ ২৩/১২/২০১৪ফুল ফুটাও-
রূপে সৌরভে হয়তোবা সে তোমায় ভরিয়েই দেবে
সুন্দর ।
দুঃখের বিষয় সেও ঝড়ে যাবে । - 
        প্রনবেশ ২৩/১২/২০১৪মুখরিত করলো। কবিকে জানাই শুভেচ্ছা
 - 
        প্রনবেশ ২৩/১২/২০১৪বা!!!
 - 
        স্বপ্নীল মিহান ২৩/১২/২০১৪ছন্দে ছন্দে বাস্তবতা। বাহ
         - 
        তুহিনা সীমা ২৩/১২/২০১৪বাহ ভালো বলেছেন তো। অনেক সুন্দর হয়েছে।
 - 
        নাবিক ২৩/১২/২০১৪আরও একটি সুন্দর কবিতা পড়লাম। শুভেচ্ছা...
 
